আবুল কালাম আজাদ খোকন, সিডনি, অস্ট্রেলিয়া: পবিত্র রমজানুল মোবারকের অন্যতম দান হলো ইফতার। রমজান মাসে যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, তার গুনাহগুলো মাফ হয়ে যাবে। ২ জুন ২০১৯ রবিবার সিডনির ল্যাকেম্বায় কহিনূর রেস্তোরাঁয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিএনপি অস্ট্রেলিয়ার পক্ষ থেকে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে।
ইফতারের পূর্বে মোনাজাত পরিচালনা করেন মুফতী আব্দুস সালাম। মোনাজাতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির জন্য এবং তারেক রহমানের আশু আরোগ্য কামনাসহ আটক নেতা-কর্মীদের জন্য দোয়াও করা হয়।

এবারই প্রথম বারের মত বিএনপি অষ্ট্রেলিয়া সকল গ্রুপ ও অন্গ সংগঠন একসাথে সিডনিতে ইফতার করলো।
মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি অষ্ট্রেলিয়ার সর্বদলীয় দলের নেতা-কর্মীবৃন্দ, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে কোনো বক্তব্য রাখেননি দলীয় নেতারা। অনুষ্ঠান শেষে নৈশভোজের পর আয়োজকরা অনুষ্ঠান সফল করার জন্য সকল সদস্য, স্বেচ্ছাসেবক ও শুভানুধ্যায়ীদের জন্য বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।