আবুল কালাম আজাদ খোকন, সিডনি, অস্ট্রেলিয়া: ২৯ ডিসেন্বর শনিবার বিকাল সিডনির হার্ষ্টভিল সিভিক সেন্টারে শিল্পী অমিয়া মতিন এবং গীতিকার ও শিল্পী আবদুল্লা আল মামুনের ‘সঙ্গীত সন্ধ্যা’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিল্পী অমিয়া মতিনের ‘বর্ষার মেঘ’ এ্যালবামটির মোড়ক উন্মোচন করেন ওয়েস্টটার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. কাইয়ুম পারভেজ।
শিল্পী আবদুল্লাহ আল মামুনের .”তোমার জন্য” অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস শিক্ষক ড. আবদুর রাজ্জাক। এই এ্যালবামে শিল্পীদ্বয় মৌলিক গানসহ পুরানো দিনের জনপ্রিয় গানগুলিও তুলে ধরেছেন। অমিয়া মতিন মূলত নজরুলসঙ্গীতের শিল্পী। এই অনুষ্ঠানে তিনি কিছু নজরুলসঙ্গীত করেছেন। তাদের গায়কী দিয়ে দর্শক শ্রোতাদের মুগ্ধ করেছেন। এই অনুষ্ঠানে আলাদা করে কাউকে প্রধান বা বিশেষ অতিথি করা হয়নি। সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজক আব্দুল মতিন সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানেন।