আবুল কালাম আজাদ খোকন, সিডনি, অস্ট্রেলিয়া: অস্ট্রেলিয়ার সিডনির স্থানীয় রেডরোজ রেস্টুরেন্টে শিল্পী ফেরদৌস ওয়াহিদ ও হাবিব ওয়াহিদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়। নৈশভোজের আয়োজক ছিল বঙ্গবন্ধু পরিষদ সিডনি।
৬ এপ্রিল শনিবার সিডনির স্মিথফিল্ড রোডের ফেয়ারফিল্ড শো-গ্রাউন্ডে বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়। আর এই মেলা পরবর্তী নৈশভোজের আয়োজন করেন মেলার প্রধান কর্মকর্তা গাউসুল আলম শাহাজাদা।
হাবিব ওয়াহিদ একজন বাংলাদেশি জনপ্রিয় সুরকার, সঙ্গীতশিল্পী এবং সংগীত পরিচালক। যিনি হাবিব নামেই শ্রোতাদের কাছে বেশি পরিচিত। তিনি বাংলা লোকগীতির ফিউশনের সাথে টেকনো এবং শহুরে বিটের সমন্বয়ের জন্যে সমধিক পরিচিত করে তুলছেন।
অন্যদিকে বাংলাদেশের পপসঙ্গীত ইতিহাসের উজ্জ্বল নাম ফেরদৌস ওয়াহিদ। রবীন্দ্রসঙ্গীত শিক্ষার মধ্য দিয়ে শুরু হয় তার গানের যাত্রা। সত্তরের দশকে যে কয়েকজন তরুণ এ ধারার বাংলা গানে ঝড় তোলেন তিনি তাদের অন্যতম। এমন একটা মা দে না ও মামনিয়াসহ অসংখ্য গান গেয়ে জয় করেছেন অগণিত শ্রোতার মন। গানের পাশাপাশি অভিনয়েও নাম লিখিয়েছিলেন এ গুণী শিল্পী।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যের রাখেন শিল্পী ফেরদৌস ও হাবিব ওয়াহিদসহ বৈশাখী মেলার আয়োজক কমিটি। মেলার প্রধান আয়োজক গাউসুল আলম শাহাজাদা ধন্যবাদ জানান শিল্পী, কলাকুশলী, মিডিয়া ও দর্শকসহ সবাইকে।
গাউসুল আলম বক্তব্যে বলেন, ২০১৯ সালের সিডনির মেলাগুলির মধ্যে তাদের মেলাটিই ছিল সবচেয়ে সফল। সবশেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে