আবুল কালাম আজাদ খোকন, সিডনি, অস্ট্রেলিয়া প্রতিনিধি: সিডনিতে সপ্তাহব্যপী সাংস্কৃতিক কর্মশালার আয়োজন করেছে দিগন্ত সংগঠন। দিগন্তের ২০১৯ সনের সংস্কৃতি কার্যক্রম ৬ অক্টোবর থেকে শুরু করে ১১ অক্টোবর পর্যন্ত চলবে। ৬ দিন ব্যাপী অনুষ্ঠান আয়োজনে দিগন্ত সংগঠন সকল প্রতিযোগিদের অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছে।
এই আয়োজনে এবার সাথে থাকছেন প্রখ্যাত সংগীতশিল্পী এস,আই, টুটুল ও নৃত্যশিল্পী শামীম আরা নিপা এবং বাদ্যযন্ত্র সহযোগীতায় থাকবেন নোঙর ব্যান্ডের শিল্পীরা।
অংশগ্রহণকারী শিশু ও কিশোর-কিশোরীদের বয়সসীমা ৭ থেকে ১৮ বয়সের মধ্যে হতে হবে।
সিডনিতে সপ্তাহব্যপী সাংস্কৃতিক কর্মশালার প্রশিক্ষক থাকবেন সংগীতশিল্পী এস,আই, টুটুল ও নৃত্যশিল্পী শামীম আরা নিপা এবং নোঙর ব্যান্ডের দল। প্রশিক্ষন শেষে ১২ অক্টোবর চূড়ান্ত অনুষ্ঠানে নেওয়া হবে এই শিশু-কিশোরদের।
প্রতিযোগিদের অংশগ্রহনের জন্য নিবন্ধন ২৯ আগস্টের মধ্যে করতে হবে।