আবুল কালাম আজাদ খোকন, সিডনি, অস্ট্রেলিয়া প্রতিনিধি: কোভিড-১৯ সঙ্কটে ক্ষতিগ্রস্থ পরিবারের জন্য সিডনির ল্যাকান্বায় গত ১৮ এপ্রিল, ২০২০ শনিবার ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এই মহতি উদ্যোগের আয়োজক ‘চ্যারিটি ফর লাইফ অস্ট্রেলিয়ার’। প্রবীণ ব্যক্তি, শরণার্থী, শিক্ষার্থীসহ অন্যান্যরা যারা করোনায় আর্থিক সঙ্কটের মুখোমুখি রয়েছেন তারা খাদ্য প্যাক গ্রহণ করতেছে। মানবতার সেবায় এই কার্যক্রম চলে প্রতি শনিবার দুপুর ১২:০০টা থেকে বিকাল ০৪:০০টা পর্যন্ত সিডনির ল্যাকান্বায় ২/২ হ্যাল্ডন ষ্ট্রীটে। খাদ্য প্যাক আইটেমে যা অন্তর্ভুক্ত আছে:চাল ৫ কেজি, ডাল ১ কেজি, তেল ২ লিটার, আলু ৩ কেজি, পেঁয়াজ ৩ কেজি, রুটি ২ ব্যাগ। ‘চ্যারিটি ফর লাইফ অস্ট্রেলিয়া’র সভাপতি ডা. রফিকুর রহমান ও সাধারণ সম্পাদক মো: আলী সিকদার এবং এক্সিকিউটিভ মেম্বাররা হলেন আবদুল জাব্বার, ইঞ্জিনিয়ার আসাদ চৌধুরী, আবদুল ওহাব, রাসেদুল হক, নাফিজ আহমদ খন্দকার, শহিদুর রহমান, আশরাফুল আলম লাবু ও রুহুল আমিন।
আরো সার্বিক সহযোগীতায় রয়েছেন গামা আব্দুল কাদির, রশিদ ভুইয়া, ড. রতন লাল কুন্ডু, মো: রফিক উদ্দিন, ব্যারিস্টার আব্দুল লতিফ সিকদার, শাহাদত হোসেইন, গিয়াস উদ্দিন মোল্লা, আবুল কালাম আজাদ, সাংবাদিক আবুল কালাম আজাদ খোকন, শাহজাহান মিল্টন, আবুল বাশার খান, মাকসুদুর রহমান সুমন, রানা শরিফ, লিয়াকত আলী লিটন, আবুল বাশার রিপন, মামুনুর রশিদ, মো: মিজানুর রহমান, জাহিদ হাসান, এনাম হক, হাবিব হাসান ও জাকারিয়া আল মামুন স্বপন। এছাড়াও ‘চ্যারিটি ফর লাইফ’ সংগঠনকে যদি কেউ সহায়তা বা অনুদান দিতে আগ্রহীরা হন তবে নিম্নের ব্যাংক একাউন্টে জমা দিতে পারেন। ওয়েস্টপ্যাক ব্যাংক অষ্ট্রেলিয়া বিএসবি: ০৩২০৬৫, একাউন্ট নম্বর:৩২৫৪৮৬ Donations: Westpack Bank Australia Account Name: Charity for Life BSB: 032065, Acc. Number: 325486 এ পর্যন্ত আনুমানিক ২৫০টি পরিবারের জন্য ফুড প্যাক বিতরন করা হয়েছে। যারা ফুড প্যাক গ্রহন করতে চান তারা নিচের লিংকে রেজিষ্ট্রেশন করার জন্য আহবান করা হচ্ছে।