সিডনি, অস্ট্রেলিয়া প্রতিনিধি: সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনির কমিউনিটি নেতৃবৃন্দের হাতে ‘প্রবাস মেলা’র সৌজন্য কপি তুলে দেন পত্রিকার অস্ট্রেলিয়া প্রতিনিধি, সোশ্যাল এক্টিভিস্ট মো: আবুল কালাম আজাদ খোকন।
এসময় সিডনির একটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা ড. ফয়জুল আজীম (চঞ্চল), সমাজসেবক, সংস্কৃতিককর্মী ও উপস্থাপিকা আবিদা আসওয়াদ, সোস্যাল ওয়ার্কার এক্টিভিস্ট, সিডনি TAFE এ অধ্যয়নরত তাফতুন নাঈম (নিতু), গত মার্চে অনুষ্ঠেয় অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্য সংসদ নির্বাচনে লেবার পার্টির প্রার্থী, সিডনিতে শক্তি সংগঠনের চেয়ারপার্সন ড. সাবরিন ফারুকি (উর্শী), অস্ট্রেলিয়ার মূলধারার রাজনীতিবিদ, লেবার পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য, ইউনাইটেড ভয়েস নিউ সাউথ ওয়েলসে কর্মরত রিজওয়ানুল হক চৌধুরী (মিঠুন) এর হাতে প্রবাস মেলার সৌজন্য কপি তুলে দেয়া হয়।
তারা প্রত্যেকে প্রবাস মেলা পত্রিকার প্রশংসা করে বলেন, পত্রিকাটি অন্যান্য দেশের মত অস্ট্রেলিয়ার সিডনিতেও পাঠকপ্রিয় হয়ে উঠবে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অগ্রযাত্রা সর্বদা অগ্রণী ভূমিকা পালন করবে বলেও কমিউনিটির নেতৃবৃন্দরা আশাবাদ ব্যক্ত করেন।