আবুল কালাম আজাদ খোকন, সিডনি, অস্ট্রেলিয়া প্রতিনিধি: শরণার্থী বা উদ্বাস্তু অথবা রিফিউজি একজন ব্যক্তি যিনি তাঁর নিজ ভূমি ছেড়ে অথবা আশ্রয়ের সন্ধানে অন্য দেশে অস্থায়ীভাবে অবস্থান করেন। সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনির ল্যাকাম্বা লাইব্রেরিতে ওপেন ফ্রেন্ড সার্কেল সংগঠনের উদ্যোগে আশ্রয়প্রার্থী বিষয়ক একটি সভা অনুষ্ঠিত হয়। হাবিবুর রহমান অনুষ্ঠানের সঞ্চালনা করেন।
অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেবার ফর রিফিউজি ও রিফিউজি একশন কোয়ালিশন এবং কাউন্সিলর ড: সাবরিন ফারুকী প্রমূখ।
রিফিউজি বা অ্যাসাইলাম সিকারসদের পুনর্বাসনের ও স্থায়ীভাবে বসবাসের বিষয় নিয়া উদ্যোগ গ্রহণের আহবান জানান সিডনিতে বসবাসরত বাংলাদেশী আশ্রয়প্রার্থীরা।
অনুষ্ঠানে আশ্রয়প্রার্থীদের এজেন্ডাগুলি বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন সংগঠনের সদস্যরা। প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয় বিগত সময়ের সংগঠনের কিছু কার্যক্রম নিয়ে। ডিনারের পর আবুল কালাম মানিক ‘ওপেন ফ্রেন্ড সার্কেল অস্ট্রেলিয়া’র পক্ষে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ করেন।