আবুল কালাম আজাদ খোকন, সিডনি, অস্ট্রেলিয়া:‘পুরনো সেই দিনের কথা ভুলবি কিরে হায়/ সেযে চোখের দেখা প্রাণের কথা তাও কি ভোলা যায়। সময় আর স্রোত ধরে রাখা যায় না। তাকে মনে লালন করতে হয়। পেছন ফিরে বারবার দেখে নিতে হয় সেই সোনালি স্কুলের অতীতকে।
এই দিনটিকে স্মরণ এবং বরণ করতে উদয়ন স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা পুনর্মিলনীর আয়োজন করেন সিডনির স্থানীয় একটি রেষ্টুরেন্টে। অস্ট্রেলিয়াতে
প্রাক্তনরা এই সেই সব হারিয়ে যাওয়া মুখ আবারো একই মোহনায় এসে মিশেছিল গত ১৬ মার্চ সন্ধ্যায় প্রথম বারের মত।

বয়সের বাধা পেরিয়ে সবাই তখন নতুন আর হৃদয়ে ধারণ করেছে স্কুলজীবনের হারিয়ে যাওয়া স্মৃতি। প্রাক্তন শিক্ষার্থীরা বক্তব্য রাখেন এবং নৈশভোজের পর অনুষ্ঠানের সমাপ্তি করেন।
বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে অবস্থিত উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী স্কুল। পূর্ব নাম ছিল উদয়ন বিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান টার্নার সাহেবের স্ত্রী এস.আর.এল মারিয়া ১৯৫৫ সালে একটি ইংলিশ প্রিপারেটরি স্কুল প্রতিষ্ঠা করেন পরে ১৯৭২ সালে সেই স্কুলটির নাম হয় উদয়ন বিদ্যালয়। প্রতিষ্ঠানটি স্কুল থেকে কলেজে রূপান্তরিত হয় ১৯৯৮ সালে।