আবুল কালাম আজাদ খোকন, সিডনি, অস্ট্রেলিয়া প্রতিনিধি: অস্ট্রেলিয়ার সিডনিতে আজ ১১ অক্টোবর ২০২৩, বুধবার এইচ এস সি পরীক্ষা শুরু হয়েছে। এ বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট প্রথম পরীক্ষা ইংরেজি পত্র। নিউ সাউথ ওয়েলস রাজ্যের শিক্ষা বোর্ডে এবার এইচ এস সি পরীক্ষায় প্রায় ৭৫ হাজার শিক্ষার্থী অংশ নিয়েছে।
এন এস ডব্লিউ হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পরীক্ষার মোট ৭৮৫টি পরীক্ষা কেন্দ্রে ১২৪টি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এইচএসসি পরীক্ষা শেষ হবে ৩ নভেম্বর ২০২৩, শুক্রবার এবং ফলাফল প্রকাশ হবে চলতি বছরের ডিসেম্বর মাসে।
উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে প্রবেশের যোগ্য হবে।