আবুল কালাম আজাদ খোকন, সিডনি, অস্ট্রেলিয়া: বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়ার উদ্যোগে সিডনির অলিম্পিক পার্কের এএনজেড স্টেডিয়ামে বৈশাখী মেলা আগামী ২৩ মার্চ শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ২০ ফেব্রুয়ারি বুধবার সিডনির গুরুত্বপূর্ণ সড়ক কিং জর্জেস ফ্লাইওভার ব্রীজের উপর বিলবোর্ড উদ্ভোধন করে অলিম্পিক পার্কের ‘বৈশাখী মেলা’ কমিটি।
মেলার বিলবোর্ড প্রচারণার এটা তৃতীয় বছর চলছে। অস্ট্রেলিয়াতে বিলবোর্ডে যে কোন প্রচারণা অনেক ব্যয়বহুল তাই গুরুত্বটাও বেশী। এই বিলবোর্ডে শুধু বৈশাখী মেলার প্রচারণাই নয় বরং অন্যান্য দেশকে বাংলাদেশের কথা মনে করিয়ে দেওয়া।
সড়ক ও জনপথ বিভাগ থেকে বিলবোর্ড লিজ নিয়ে বিভিন্ন কোম্পানি বিজ্ঞাপনের জন্য কাজ করে যাচ্ছে। আর বিজ্ঞাপন প্রতিষ্ঠান থেকে ভাড়া নিয়ে মেলা কমিটি বিলবোর্ডে মেলার অ্যাড চালাচ্ছেন। কিং জর্জেস রোডের পূর্ব নাম ছিল উইলির এভিনিউ। পরবর্তীতে ১৯৫২ সালে কিংবদন্তি কিং জর্জ এর সম্মানে নতুন নামে পরিচিত কিং জর্জেস রোড। প্রতিদিন এক লাখের বেশী গাড়ী এই রোড দিয়ে চলাচল করে এবং চোখ জুড়ে বিলবোর্ডের বাংলা লেখা নজরে পড়ছে।
মেলার প্রধান আয়োজক ও বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়ার সভাপতি শেখ শামীমুল হক জানান, আমাদের সংগঠনটি ২৬ বছর ধরে অলিম্পিক পার্কে মেলার আয়োজন করে আসছে। মেলার ২৫তম বর্ষপূর্তিকে সম্মান জানানোর জন্য ২০১৭ সালে প্রথম বিলবোর্ডের মাধ্যমে প্রচারণা শুরু হয়। এই মেলাটি সিডনি বারুদ গালর্স স্কুল শুরু করে আজ এএনজেড স্টেডিয়াম পর্যন্ত এসে পৌঁছেছে। শুধু অলিম্পিক পার্কেই মেলাটি ১৪ বৎসর যাবত হচ্ছে।
শেখ শামীমুল আরো বলেন, চাইনিজ কমিউনিটিতে ‘চাইনিজ নববর্ষ’ নিয়ে অস্ট্রেলিয়াতে যেমন ঢল নামে তেমনি একদিন আমাদের কমিউনিটিতে ঢল নামবে। আমরা প্রবাসে বাংলা সংস্কৃতি ও কৃষ্টিকে অনেক উঁচুমানে নিয়ে যেতে পেরেছি সেই বাণীটা পৌঁছে দিতে চাই। মেলার আয়োজনে থাকবে মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ফ্যাশন শো, কবিতা আবৃত্তি, কৌতুক ও বঙ্গবন্ধুর ওপর প্রামাণ্যচিত্র। মেলা উপলক্ষে স্মরণিকা প্রকাশ এবং বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড প্রদান করা হবে। মেলা সফল করতে সবার সার্বিক সহযোগিতা কামনা করেছেন। সবশেষে একটি স্থানীয় রেস্টুরেন্টে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি।