ওমর ফারুকী শিপন, সিঙ্গাপুর থেকে: সিঙ্গাপুরে এখন চলছে সার্কিট ব্রেকার৷ পূর্বের ঘোষণা অনুযায়ী সার্কিট ব্রেকার ৪ মে শেষ হবার কথা ছিলো। কিন্তু বর্তমানে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এমতাবস্থায় সিঙ্গাপুর সরকার আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে ঘোষণা করেন যে, সার্কিট ব্রেকার আরো চার সপ্তাহ বৃদ্ধি করা হয়েছ অর্থাৎ আগামী ১লা জুন পর্যন্ত চলবে সার্কিট ব্রেকার। বর্তমানে করোনায় আক্রান্ত বেশীরভাই অভিবাসী কর্মী ৷ গতকাল করোনায় আক্রান্ত মোট ১৪২৬ জনের মধ্যে ১৬ জন সিঙ্গাপুরিয়ান বাকি সবাই ওয়ার্ক পাশ হোল্ডার। আজকে করোনাভাইরাসে আক্রান্ত মোট ১১১১ জনের মধ্যে ২০ জন সিঙ্গাপুরিয়ান বাকি সবাই ওয়ার্ক পাশ হোল্ডার। গত দুইদিনের পরিসংখ্যান দেখেই বুঝা যাচ্ছে অভিবাসীদের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। আর এই কারণেই সিঙ্গাপুরের সরকার এমনকি প্রতিটি স্থানীয় নাগরিক চিন্তিত। তাই সঙ্গত কারণেই আজকে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লী হিসিয়েন লুং (Lee Hsien Loong) এর ভাষণে অভিবাসীদের কথা উঠে এসেছে। প্রধানমন্ত্রী লী তার ভাষণে বলেন, সরকার ডরমিটরিতে অবস্থানরত অভিবাসীদের সিঙ্গাপুরের স্থানীয় নাগরিকদের মতই দেখভাল করবে। যা অভিবাসীরা ইতিমধ্যে পেয়ে আসছে। সিঙ্গাপুরে কোন অভিবাসী করোনা ভাইরাসে আক্রান্ত হলে সিঙ্গাপুর সরকার তার চিকিৎসা ব্যয়ভার বহন করছে। অভিবাসীরা যাতে নিয়মিত বেতন পায় তা নিশ্চিত করবে সরকার। এমনকি দেশে অর্থ প্রেরণের ব্যবস্থা গ্রহন করবে৷ তারা যেন পরিবারের সাথে নিয়মিত যোগাযোগ করতে পারে সেই ব্যবস্থা নেয়া হবে। ইসলাম ধর্মাবলম্বী প্রবাসী শ্রমিকরা যাতে যথাযথভাবে রমজান পালন করতে পারেন সেই ব্যবস্থা করা হবে। এমনকি ঈদ উদযাপনের উদ্যোগ নেওয়া হবে বলে প্রধানমন্ত্রী তার ভাষণে বলেন৷ প্রধানমন্ত্রী তার ভাষণের শুরুতে সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম বাংলাদেশির কথা উল্লেখ্য করেন। তিনি বলেন, করোনায় আক্রান্ত প্রথম বাংলাদেশি দুইমাস আইসিইউতে থাকার পর এখন জেনারেল ওয়ার্ডে আছেন। তার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো। তার সুস্থ হতে একটু সময় লাগবে। আশাকরি সে খুব দ্রুত তার সদ্য ভুমিষ্ঠ শিশুকে কোলে তুলে নিতে পারবে। প্রধানমন্ত্রী আরো বলেন, ডরমিটরিগুলোতে অভিবাসীদের জন্য ভাসবান মেডিকেল অব্যাহত থাকবে। তবে এই সময়ে জরুরী সেবায় নিয়োজিত অভিবাসীদের এখনকার মতই পৃথক আবাসস্থলে থাকবে। প্রধানমন্ত্রী তার ভাষণের শেষের দিকে এই কঠিন মুহূর্তে সরকারকে সহায়তা করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। সবাইকে তিনি আহবান জানিয়েছেন পরবর্তী সময়ে এভাবেই নিয়ম মেনে চলার জন্য এবং ধৈর্য ধারণ করে এই পরিস্থিতি মোকাবিলা করতে সরকারকে সহযোগিতা করার জন্য।