রাশিদুল ইসলাম জুয়েল, সিঙ্গাপুর থেকে: ২৯ মে ২০২১, শনিবার সিঙ্গাপুর স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্যমতে নতুন ৩৩ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে৷
সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট ৬২০০৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে ১০ জন বিদেশ ফেরত। যারা সিঙ্গাপুরে ফেরার পর স্টে হোম নোটিশে ছিলেন। এই ১০ জনের মধ্যে ৫ জন সিঙ্গাপুরের স্থানীয় নাগরিক ও স্থায়ী বাসিন্দা।
তাছাড়া কমিউনিটি থেকে ২৩ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত। এরমধ্যে ১৯ জন পূর্বের রোগীদের সাথে সংযোগ রয়েছে। যাদের ১৩ জন আগেই কোয়ারেন্টাইন অর্ডারে ছিলেন৷ তবে আজ ডরমিটরি থেকে কোন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়নি৷