প্রবাস মেলা ডেস্ক: বৈশ্বিক মহামারীর করোনার জেরে স্বামী ও সন্তানকে নিয়ে সিঙ্গাপুরে রয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সেখানে থেকেই দেশের দুর্দিনে সাহায্য নিয়ে এগিয়ে এসেছেন তিনি। কোভিড-১৯ থেকে নিজেকে দূরে রাখতে নিয়মিত শরীরচর্চাও করতেন এই চিত্রতারকা।
এবার সিঙ্গাপুরের রাস্তায় সাইকেল চালাতে গিয়ে দূর্ঘটনার কবলে পড়লেন ঋতুপর্ণা। জানা গেছে, চলন্ত সাইকেল ডান দিকে ইউটার্ন নিতে গিয়ে সামলাতে না পেরে রাস্তায় পড়ে যান তিনি। সেসময় বেকায়দায় ডান হাতের কবজিতে মোচর লাগে। এমনকি, ডান হাতের ৩টি আঙ্গুলে ব্যাথা পেয়েছেন। তবে স্বস্তির খবর হলো, হাত ভেঙ্গে যাওয়া কিংবা হাড্ডিতে চিড় ধরেনি।
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজ বাড়িতেই বিশ্রাম নিচ্ছেন ঋতুপর্ণা। দ্রুত সুস্থ হয়ে উঠতে আকুপাংচার করাচ্ছেন তিনি। এতে হাতের ব্যাথা খানিকটা কমেছে নায়িকার বলেও জানা গেছে।
প্রসঙ্গত, লকডাউনের আগে দক্ষিণী পরিচালক হরি বিশ্বনাথের ‘বাঁশুড়ি’ সিনেমার কাজ শেষ করেছন ঋতুপর্ণা সেনগুপ্ত। এতে তার বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেতা অনুরাগ ক্যাশপ। সিনেমাতে একজন সিঙ্গেল মাদারের চরিত্রে দর্শকদের সামনে হাজির হবেন তিনি।