প্রবাস মেলা ডেস্ক: ‘নৃত্য গীতের ছন্দে, আজি ভরা আনন্দে’ স্লোগানে ২৭ অক্টোবর ২০১৯ রবিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় সিঙ্গাপুর পলিটেকনিক কনভেনশন সেন্টারে (spcc) বাংলদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও নৃত্যশিল্পীদের নিয়ে একটি জাঁকজমকপূর্ণ সঙ্গীতসন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। ডিপ্লোমা মেরিন ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশন বাংলাদেশ সিঙ্গাপুর (DMEABS) এ সঙ্গীতসন্ধ্যার আয়োজন করে।
লাক্স চ্যানেল আই সুপার স্টার ২০১৪ এর অভিনেত্রী এবং মডেল তানিন তান্হা এর প্রাণবন্ত উপস্থাপনায় উক্ত সঙ্গীত সন্ধ্যায় গান পরিবেশন করেন বাংলা গানের কিংবদন্তি সঙ্গীতশিল্পী খুরশিদ আলম, নীলা আক্তার, প্রিয়াংকা বিশ্বাস সহ অনেকে।
এছাড়া জনপ্রিয় নৃত্যশিল্পী মো: নাজিফ মাহ্ফুজ, জান্নাতুল ফেরদৌস, নূর নাহার আক্তার মনি, সাম্য দ্বীপ, মো: জাবেদ হোসেন, মেহরাজ হক, মিম চৌধুরী, রিফা সাজিদা মুসকান, সাবরিন প্রিয়া সহ প্রবাসের জনপ্রিয় শিল্পীরা সঙ্গীতসন্ধ্যায় পারফর্ম করেন।
প্রবাসে বাংলা গান ও সংস্কৃতির ছোঁয়া দিতে উক্ত সঙ্গীতসন্ধ্যা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বলে আয়োজকরা জানিয়েছেন।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও প্রচুর সংখ্য প্রবাসী উপস্থিত ছিলেন।
আয়োজকদের পক্ষ থেকে বাংলা সংস্কৃতিপ্রিয় প্রবাসীদের অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাফল্যমণ্ডিত করায় সকলকে ধন্যবাদ জানানো হয়।
অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে ছিল পাক্ষিক ম্যাগাজিন প্রবাস মেলা এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল গাজী টিভি।