শরীফ উদ্দিন, সিঙ্গাপুর: আগামী ১০ নভেম্বর রবিবার বিকাল চারটায় সিঙ্গাপুরে ফুনান মলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মাইগ্র্যান্ট পোয়েট্রি কম্পিটিশন ২০১৯’ এর চূড়ান্ত পর্বের ষষ্ঠ তম আসর। এই প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ২০ জন প্রতিযোগির সঙ্গে এবার অংশ গ্রহণ করবেন চারজন বাংলাদেশি তরুণ লেখক। যারা বেশ কয়েক বছর যাবৎ সিঙ্গাপুরে বাংলা সাহিত্য ভান্ডারকে সমৃদ্ধ করে যাচ্ছে। তারা হলেন কবি ও আবৃত্তিকার রিপন চৌধুরী, কথা সাহিত্যিক ওমর ফারুকী শিপন, কবি সাইফ তমাল এবং কবি শাহ মিনহাজ।
সিঙ্গাপুরে অভিবাসীদের কবিতা নিয়ে মাইগ্র্যান্ট পোয়েট্রি কম্পিটিশন সিঙ্গাপুর ” ২০১৪ সালে প্রথম অনুষ্ঠিত হয় এই সারা জাগানো প্রতিযোগিতা, যা সারা বিশ্বে নজর কাড়ে। পরবর্তীতে আয়োজক ভারতীয় বংশোদ্ভূত ভ্রমন বিলাসী শিভাজি দাস মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়াতেও এই আয়োজন করেন এবং ব্যাপক প্রসংশিত হন।
উল্লেখ্য বেশ কয়েক বছর যাবৎ সিঙ্গাপুরে প্রবাসী শ্রমিকরা কাজের পাশাপাশি তারা বিভিন্ন সাহিত্যচর্চা করে আসছে এবং বিভিন্ন এ্যাওয়ার্ড পাওয়ার পাশাপাশি উল্লেখযোগ্য সফলতা অর্জন করে স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক প্রশংসিত হচ্ছেন।
এরই ধারাবাহিকতায় এবারের আয়োজনেও অংশগ্রহণকারী বাংলাদেশি প্রতিযোগীরাও আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন তাদের শ্রেষ্ঠত্বটা ধরে রাখার। এবারের আয়োজনে প্রথম পর্বে সাতটি দেশের মোট একশ দুইজন কবি ও লেখক অংশ গ্রহণ করেন এবং প্রাথমিক বাছাই পর্বে বিশ জন চুরান্ত পর্বের জন্য মনোনিত হন। আগামী রবিবার বিভিন্ন দেশ থেকে আগত ছয় জন বিচারক মণ্ডলীর উপস্থিতিতে সেরা তিনজনকে বাছাই করা হবে। এই অনুষ্ঠানকে সামনে রেখে সিঙ্গাপুর সাহিত্যাঙ্গে চলছে ব্যাপক আলোচনার ঝড়। কে হবে সেই তিনজন সৌভাগ্যবান!