প্রবাস মেলা ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেক্সাসে দুর্বৃত্তের গুলিতে নিহত বাংলাদেশের এক শিক্ষার্থী। ২৯ ডিসেম্বর ২০২৩, শুক্রবার বিউমন্টের একটি দোকানে গুলি ছুঁড়ে তাকে হত্যা করা হয়। এক প্রতিবেদনে টেক্সাসের স্থানীয় সংবাদমাধ্যম কেএফডিএম এ খবর জানায়। প্রতিবেদনে বলা হয়, নিহত ঐ শিক্ষার্থীর নাম শেখ আবির হোসেন। চলতি বছর জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে যান ৩৪ বছর বয়সী আবির। গবেষণা সহকারী হিসেবে যোগ দেন লামার ইউনিভার্সিটিতে। বিউমন্টের ক্রিস ফুড মার্টে স্টোর ক্লার্ক হিসেবে কাজ করতেন।
ঘটনার দিন স্থানীয় সময় রাত ১০ টা ৯ মিনিটে দুই সন্দেহভাজন দোকান থেকে সিগারেট নিয়ে পালিয়ে যাওয়ার সময় গুলি করে কর্মরত শিক্ষার্থী আবিরকে। দোকানের সিসিটিভির ভিডিও বিশ্লেষণের মাধ্যমে তাদের শনাক্ত করে পুলিশ।
হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টা পর, আটক করা হয় ১৯ বছর বয়সী এক সন্দেহভাজনকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক শিক্ষার্থী আবির। যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে আবির কাজ করতেন ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।