প্রবাস মেলা ডেস্ক: ভারতের উত্তর সিকিমের পাহাড়ধসে আটকেপড়া সাড়ে তিন হাজার পর্যটককে ১২ ঘণ্টা পর উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। উদ্ধারকৃতদের মধ্যে ৩৬ জন বিদেশির সঙ্গে বেশ কয়েকজন বাংলাদেশিও রয়েছেন বলে জানা গেছে।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৫ জুন) থেকে উত্তর সিকিমজুড়ে ভারি বৃষ্টিপাতে বন্যার সৃষ্টি হয়। এতে কোথাও কোথাও পাহাড়ধস হয়েছে। যার কারণে রাজ্যটির জাতীয় সড়কসহ সিকিমের লাচেন, লাংচু এবং চুংথাং উপত্যকার গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ হয়ে যায় ।
দেশটির জনপ্রিয় পর্যটনস্থান সাঙ্গু লেক, নাথুলা সীমান্ত, বাবা মন্দিরে যাওয়ার একমাত্র রাস্তা জওহরলাল নেহরু মার্গর সামনে পাহাড়ধসে আটকা পড়েছিলেন বহু পর্যটক। ভারতীয় পর্যটক ছাড়াও সেখানে আটকা পড়েছিলেন বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরের বেশ কয়েকজন ভ্রমণকারী।
আটকেপড়া পযর্টকদের ভারতীয় সেনাবাহিনী, বিএসএফ এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যদের ১২ ঘণ্টা চেষ্টার পর উত্তর সিকিমের উদ্ধার করা হয়েছে। দেশটির আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বৈরী আবহাওয়া আরও কয়েকদিন অব্যাহত থাকবে।