আনোয়ারুল ইসলাম রনি, সিউল, দক্ষিণ কোরিয়া: ২২ সেপ্টেম্বর ২০১৮ শনিবার সিউলস্থ বাংলাদেশ দূতাবাসের আয়োজনে অনুষ্ঠিত হলো ইপিএস বিষয়ক মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান । EPS (Employment permit system) দঃ কোরিয়ায় কর্মরত শ্রমিকদের নিয়ে এ অনুষ্ঠানটি আয়োজন করা হয় ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মান্যবর রাষ্ট্রদূত আবিদা ইসলাম । সাথে ছিলেন প্রধান সচিব (শ্রম) মকিমা বেগম, প্রধান সচিব ও দূতালয় প্রধান রুহুল আমিন, কনস্যুলার মাসুদ রানা সহ দূতাবাস কর্মকর্তাবৃন্দ। সভায় ইপিএস বাংলা কমিউনিটি সহ বিভিন্ন ইপিএস সংগঠনের সরব উপস্থিতি ছিল । বিভিন্ন এলাকা থেকে আগত ইপিএস সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ।
সভায় ইপিএসের বিভিন্ন সমস্যা ও সমাধান, ওয়েল ফেয়ার ফান্ড তৈরি, কর্মক্ষেত্র বীমার বাহিরে ব্যক্তিগত বীমার গুরুত্ব, কোরিয়াতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শাখা খোলা সহ বহুমুখী আলোচনা হয়। ইপিএস বাংলা কমিউনিটি থেকে উপদেষ্টা, সভাপতি, সেক্রেটারি, যুগ্ম সম্পাদক, সহ সভাপতি সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারন ইপিএস সদস্যরা এবিষয়গুলোর উপর নিজেদের মতামত তুলে ধরেন। এধরনের অনুষ্ঠান কিছুদিন পরপর করার আশা ব্যক্ত করেন মান্যবর রাষ্ট্রদূত ।
আলোচনা পর্ব শেষ হওয়ার পর দূতাবাস পরিবার ও ইপিএস সদস্যেদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । সবশেষে আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সফল সমাপ্তি হয়।