মাহফুজা বেগম স্নিগ্ধা, সালালাহ, ওমান:
“আর আমি আমি জানি জানি, চোরাবালি কতখানি,
গিলেছে আমাদের রোজ।
আর আমি আমি জানি জানি, প্রতিরাতে হয়রানি ,
হারানো শব্দের খোঁজ।”
হারানো শব্দের খোঁজে পেন্সিলে একটা ঢুঁ এরা প্রতিদিনই মারে। বলছিলাম সালালাহ পেন্সিলরদের কথা। ওমানের সর্বদক্ষিণের দোফার প্রভিন্সের সালালাহ পেন্সিলরগণ গত ১১সেপ্টেম্বর ২০১৮, দুপুর থেকে রাত অব্দি পেন্সিলের জন্মদিন উদযাপনে এক ঘরোয়া আড্ডা আয়োজন করে।
খারীফ পরবর্তী মনোরম সুন্দর প্রকৃতির কোলে ইত্তিন পাহাড়ের পাদদেশে এক রিসোর্টে নাচ-গান, কবিতা-গল্প, খানাপিনা, সর্বোপরি মনমাতানো আড্ডায় সময়টা যে কখন ফুরুৎ করে উড়ে গেলো। প্রায় আট ঘন্টা সময় শুধু আড্ডাই হলো, কিন্তু তাতেও কারো মন ভরেনি। আশা করা যায় পররর্তীতে আবারো পেন্সিল আড্ডা আয়োজিত হবে।
পুরো অনুষ্ঠানটি পেন্সিলরদের সাবলীল অংশগ্রহনে হয়ে উঠে আনন্দের ফল্গুধারা। পুরো অনুষ্ঠানটি দুটো পর্বে বিভক্ত। প্রথমেই বীফ তেহারী, ডিমের কোর্মা আর চিকেন রেজালা দিয়ে ভুড়িভোজ। তারপর চা গরম এবং ঠান্ডা ঠান্ডা কোকাকোলা……. আহা। সন্ধ্যায় বাসায় বানানো জর্দা, পুডিং, নারকেলের পুডিং, কমলার হালুয়া এবং চিকেন রোল…….. আবারো চা গরম।
পেন্সিলর জান্নাতুল নাইম সুমির কোরিওগ্রাফিতে নাচ দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান পর্ব। রূপা, সুমেহরা আর নুহামণির সুন্দর সেই নাচটুকু আমাদের জন্য ছিলো গিয়ার আপ। এরপর ছানাদের ছড়াবলা । রাজীব ভাই, হাসনাত, সায়েম ভাই গান না গাইলে এটা একটা মৃত সন্ধ্যাও হতে পারতো।
ইতি আপু, সুমি ,আম্বিয়া, ইজাজ, আসিফ ভাই , ঈসা ভাই কবিতা আবৃত্তি করেন। আয়াশবাবুর গিটার অন্যরকম আনন্দে মনটা উদ্বেলিত করে দিলো সেদিন।
জনাব মাকসুদ ঈসা ভাই এর নেতৃত্বে এবং আসিফ হারুন ভাই , ইজাজ কাদের, শাবরিয়ার সাব্বির, রুবাইয়াত চৌধুরী রাজিব, কাজী মুজাহিদ করিম এবং হাসনাত আবেদীনের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানটি দারুণভাবে সম্পন্ন হয়। এছাড়াও উপস্থিত ছিলেন জনাব মতিউর রহমান ভাই, নাজিম ভাই, আনোয়ার সাদাত ভাই, ডাঃ সাবরিনা আমিন এবং আমি ও আমরা।
আমরা সালালাহ পেন্সিলরগণ পেন্সিলের দ্বিতীয় জন্মবার্ষিকীতে একত্রিত হতে পেরে নিজেদের সৌভাগ্যবান মনে করছি। পরবর্তীতে আরো সুন্দর করে যেনো পেন্সিল আড্ডা দিতে পারি সেজন্য আপনাদের সকলের দোয়াপ্রার্থী। এবার যারা মিস করেছেন পরেরবার মিস করেন না প্লিজ।
এতক্ষণ যা বললাম তার সবটুকুই হলো খোলসে মোড়ানো কথকতা। যাদের স্বতস্ফুর্ত অংশগ্রহণে আয়োজনটি প্রাণ পেয়েছে তাদের সকলকে অভিনন্দন। পেন্সিল একটা পরিবার, একটা ভালোবাসার নাম- আবারো প্রমাণিত।
দ্বিতীয় জন্মবার্ষিকীর শুভেচ্ছা পেন্সিল।
আরো অনেক অনেক বছর সুন্দরভাবে নিজের প্লাটফরমটিকে গতিময় রাখো।
ভালোবাসা, শুভেচ্ছা , শুভকামনা-সালালাহ পেন্সিলরদের তরফ থেকে।
হ্যাপি পেন্সিলিং।