আনোয়ার শাহাদাত
রিয়াদ, সৌদিআরব
চলুন মোরা গাই সকলে সাম্যের গান
ভুলে যাই অতীতের সকল বিবাদ-দ্বন্ধ
অনাথ-এতিম আছে যারা আশে-পাশে
করি ভাগাভাগি তাদের সাথে ঈদানন্দ।
আপনার হয়তো আছে সামর্থ অনেক
করবেন আনন্দ ঈদের পোষাক পরে,
পাশের দরিদ্র ভাইটি একেবারে নিঃস্ব
বাড়িয়ে দেন সহায়তাটুকু তার তরে।
আপনার ঘরে কোরমা পোলাওর গন্ধ
প্রতিবেশী অসহায় বুভুক্ষ আর নিরন্ন,
এভাবে কী পাওয়া যায় প্রকৃত আনন্দ
তাদের মুখেও তুলে দিন দু’মুটো অন্ন।
আপনি সুখে থাকলেই হয়না আসল সুখ
পরানন্দে খুঁজে নিন অপার এক শান্তি,
যদি পারেন লাগব করতে অপরের দুখ
তাহলেই কেবল আসে মানসিক প্রশান্তি।
চিত্তকে করুন বিত্তশালী হৃদয়কে প্রশস্ত
গরীব দুখী যারা তারাও আপনার ভাই,
যাকাত, ফিতরা, সদকা দিবেন তাদের
তারাও যেন ঈদের আনন্দ খুঁজে পায়।