ঢালিউডের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা গুলশান আরা আক্তার চম্পা। দীর্ঘ অভিনয় জীবনে অনেক দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। এ পর্যন্ত তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন পাঁচবার। সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বিশ্ব সুন্দরী’-তে বীরঙ্গনার চরিত্রে অভিনয় করেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তিনি। ঈদে মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘শান’। ভবিষ্যতে দর্শকদের জন্য আরও ভালো কিছু কাজ নিয়ে হাজির হবেন বলে জানিয়েছন এই গুণী অভিনেত্রী।
বর্তমান হালচাল
করোনার কারণে বলা চলে ঘরবন্দি জীবনযাপনই করছি বহুদিন ধরে। তবে বর্তমানে কিছুটা স্বাভাবিক জীবনযাপন করার চেষ্টা করছি।
তিনি বলেন, করোনার জন্য একটু পিছিয়ে গেছি সত্যি বলতে। অনেক ভালো মানের ছবির প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু করতে পারিনি। তবে আশা রাখি, করোনা যেহেতু ভালোর দিকে, সামনে ভালো কিছু কাজ করবো ইনশাল্লাহ।
নতুন সিদ্ধান্ত
আমি সিনেমা ভালোবাসি। অভিনয়কে ভালোবাসি। অভিনয় ছেড়ে দেয়ার মনমানসিকতা হয়নি এখনো। তাই অভিনয় করার ব্যাপারে আমি নতুন একটা সিদ্ধান্ত নিয়েছি। ছবি করব। কিন্তু খুব দেখেশুনে ভালো ছবি করব। আর আমার চরিত্রটা গুরুত্বপূর্ণ না হলে সে ছবিতে অভিনয় করব না।
নির্মাতাদের ওপর ক্ষোভ
চলচ্চিত্র নির্মাতাদের উদ্দেশে চম্পা বলেন, আমাদের এখানে কত বড় বড় শিল্পী। ইলিয়াস কাঞ্চন, অরুণা বিশ্বাস, রোজিনা এ রকম অনেক বড় বড় শিল্পী আমাদের আছেন। তাদের নিয়ে কাজ করা হচ্ছে না কেন? বয়স হয়ে গেলে বুঝি আর তাদেরকে দিয়ে অভিনয় করানো সম্ভব না? আমার বোন ববিতা আপা তো মনের দুঃখে কাজই বন্ধ করে দিয়েছেন। আপা বলেছেন, এসব তুমি মেনে নাও। নয় ফিল্ম ছেড়ে দাও।
সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমার প্রতিক্রিয়া
আমার সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা হচ্ছে ‘বিশ্ব সুন্দরী’। এই সিনেমায় আমি প্রচণ্ড সাড়া, ভালোবাসা পেয়েছি। অনেকদিন পর এমন সাড়া পেয়ে আমি অভিভূতই হয়েছি। নিজের মধ্যে অন্যরকম ভালো লাগা কাজ করেছে। এরকম গল্প ও চরিত্রের অপেক্ষাতেই আছি।
ঈদে
‘শান’ ছবির মাধ্যমে ঈদে দর্শকদের সামনে পর্দায় হাজির হয়েছি। এই ছবির নায়ক সিয়াম আহমেদ। ওর সঙ্গে আমার বোঝাপড়াটা খুব ভালো। সিয়াম আর আমি যে দৃশ্যে থাকি, অভিনয়টা অটোমেটিক ভালো হয়ে যেতো। নতুন এই ছবিটিতেও তাই হয়েছে। কাজ করে ভালো লেগেছে। আশা করি দর্শকরা ‘শান’ দেখে বিনোদিত হবেন।