এম.এ তুহিন, মানামা, বাহরাইন: বাহরাইন বিএনপি কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ আব্দুল হান্নান দীর্ঘদিন বাহরাইনে অবস্থান শেষে ব্যক্তিগত ও পারিবারিক কারনে জরুরী ভিত্তিতে দেশে চলে যাওয়ায় বিএনপি’র নীতি নির্ধারনী কমিটি তাৎক্ষণিকভাবে কার্যকরী সভায় দলের গঠনতন্ত্র অনুযায়ী সিনিয়র সহ-সভাপতি জনাব সাবের আহম্মেদ কে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব অর্পন করেন। ইতিমধ্যে সভাপতি জনাব শেখ আব্দুল হান্নান সাহেব স্থায়ীভাবে বাংলাদেশে অবস্থান করবেন জানিয়ে সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন।
তারই প্রেক্ষিতে ৯ জুলাই ২০১৯ বাহরাইন বিএনপি’র নীতি নির্ধারনী কমিটির এক জরুরী সভায় দলের ভারপ্রাপ্ত সভাপতি জনাব সাবের আহমেদ সাহেবকে স্থায়ীভাবে বাহরাইন কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে মনোনয়ন দিয়ে ১২ জুলাই ২০১৯ শুক্রবার রাত ০৮টায় স্থানীয় এক হোটেলে বিএনপি বাহরাইন কেন্দ্রীয় কমিটি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভার সভাপতি বাহরাইন কেন্দ্রীয় বিএনপি’র সম্মানিত প্রধান উপদেষ্টা ফয়সাল মাহমুদ চৌধুরী তার ব্রিফিংয়ে নীতি নির্ধারনী সভার সিদ্বান্ত মোতাবেক সাবের আহম্মেদ কে বাহরাইন কেন্দ্রীয় বিএনপি’র সভাপতি হিসাবে নাম ঘোষণা করেন এবং তা সর্ব সম্মতিক্রমে গৃহীত হয়। এমতাবস্থায় সিনিয়র সহ-সভাপতির পদ শূন্য হওয়ায় এবং নীতি নির্ধারনী সভায় কেন্দ্রীয় কমিটির সম্মানিত উপদেষ্টা গিয়াস উদ্দিন মিয়াজি, ইউসুফ হোসেন সেলিম ও সহ-সভাপতি জনাব রেজাউল করীম হুমায়ুন, বাহরাইন কেন্দ্রীয় বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি হিসেবে সহ-সভাপতি আকবর হোসেনের নাম প্রস্তাব করেন। তারই আলোকে বর্ধিত সভার সভাপতি ও বাহরাইন কেন্দ্রীয় বিএনপি’র প্রধান উপদেষ্টা ফয়সাল মাহমুদ চৌধুরী উক্ত প্রস্তাব উপস্থান করলে সভায় উপস্থিত সকলেই করতালির মাধ্যমে স্বাগত জানান।
বিপুল সংখ্যক নেতা-কর্মীর উপস্থিতিতে উক্ত বর্ধিত সভায় আরো উপস্থিত ছিলেন বাহরাইন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি- শাহীন পাটাওয়ারী, আসলাম শেখ, সাধারণ সম্পাদক- সিরাজুল ইসলাম চুন্নু, যুগ্ম-সাধারণ সম্পাদক- বিএম জালাল উদ্দিন, আকতার হোসেন, আবুল হোসেন তুহিন, নজরুল ইসলাম মানিক ও এম, এ, জাহান; সাংগঠনিক সম্পাদক- রফিকুল ইসলাম আকন, সহ- দপ্তর সম্পাদক- দেলোয়ার হোসেন, নজরুল ইসলাম সম্রাট, অর্থ-বিষয়ক সম্পাদক- নজরুল ইসলাম সহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়া বিএনপি’র অঙ্গ-সংগঠন ও আঞ্চলিক শাখার নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।