প্রেস বিজ্ঞপ্তি: বিএনপি’র প্রতিষ্ঠাতা, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এর ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ভার্চুয়াল মাধ্যম ZOOM এ অনুষ্ঠিত হবে। আগামী ২৪ জানুয়ারি ২০২১, রবিবার ইউরোপ সময় ৩টা, যুক্তরাজ্য সময় দুপুর ২টা, বাংলাদেশ সময় রাত ৮ টায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী
প্রধান বক্তা বিএনপি’র সদস্য স্থায়ী কমিটি সেলিমা রহমান, এমপি।
বিশেষ অতিথি বিএনপি চেয়ারপার্সনের সন্মানিত উপদেষ্টা আব্দুস সালাম, বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব মাহিদুর রহমান, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব আনোয়ার হোসেন খোকন, বিএনপি’র যুক্তরাজ্য কমিটির সভাপতি জনাব এম এ মালিক, সুইডেন বিএনপি’র প্রধান উপদেষ্টা মহিউদ্দিন আহমেদ জিন্টু, ফ্রান্স বিএনপি’র সভাপতি সৈয়দ সাইফুর রহমান, ফ্রান্স বিএনপি’র সাধারণ সম্পাদক এম এ তাহের
উদ্বোধন করবেন জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সভানেত্রী আফরোজা আব্বাস।
উক্ত ভার্চুয়াল আলোচনা সভায় সবাইকে জুম এ্যাপে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানিয়েছেন জাতীয়তাবাদী মহিলা দল ফ্রান্স শাখার সভানেত্রী মমতাজ আলো।
নিচে জুম এ্যাপে জয়েন্ট করার বিস্তারিত লিংক, পাসওয়ার্ডসহ দেওয়া হলো:
https://us02web.zoom.us/j/88657348916?pwd=SmZ2eEowM3l4OEtOUUt4TXgxVWd4QT09
Meeting ID: 886 5734 8916
Passcode: 601934