প্রবাস মেলা ডেস্ক: কুমিল্লা ৫ আসনের সাংসদ আওয়ামীলীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ্যাডভোকেট আব্দুল মতিন খসরু এমপি’র হাতে পাক্ষিক প্রবাস মেলা পত্রিকা। সম্প্রতি পত্রিকার সম্মানিত সম্পাদক শরীফ মুহম্মদ রাশেদ সাবেক এই মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাত করে প্রবাস মেলা’র সৌজন্য কপি তুলে দেন।
স্বজ্জ্বন রাজনীতিবিদ আব্দুল মতিন খসরু প্রবাসী বাংলাদেশিদের নিয়ে প্রবাস মেলা প্রকাশ করায় পত্রিকার সম্পাদক সহ সকল কলাকুশীলদের ধন্যবাদ জানান এবং পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এসময় আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ব্রাহ্মণপাড়া উপজেলার কৃতি সন্তান মোশাররফ হোসেন খান চৌধুরীও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জনাব আব্দুল মতিন খসরু কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) আসনে আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বর্তমানে তিনি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন। ১৯৯৬ সালে আওয়ামীলীগের শাসনামলে আব্দুল মতিন খসরু আইনমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।