প্রবাস মেলা ডেস্ক: সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশের যুবারা। ভুবনেশ্বরে ২-১ গোলে ভারতের তরুণদের হারিয়েছে লাল সবুজের উত্তরসূরিরা। প্রথমার্ধের ২-১ গোলের লিড ধরে রেখেই বাংলাদেশ তুলে নিয়েছে দারুণ জয়। এদিন ম্যাচের শুরু থেকেই দারুণ খেলা বাংলাদেশকে ম্যাচের ২৯ মিনিটে লিড এনে দেন ফরোয়ার্ড পিয়াস আহমেদ নোভা। ইমরান খানের লং বল ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে বাঁপায়ের দারুণ প্লেসিংয়ে দলকে গোল এনে দেন তিনি।
৩৫ মিনিটে অবশ্য সমতায় ফিরেছিল ভারত। কিন্তু ৪৫ মিনিটে পেনাল্টি পায় বাংলাদেশ। স্পটকিকে দল ও নিজের দ্বিতীয় গোলটি করেন নোভা। প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় দুদল। দ্বিতীয়ার্ধে নিজেদের লিড ধরে রাখতে কৌশলী ফুটবল খেলে স্মলির শিষ্যরা। নির্ধারিত সময় শেষে ম্যাচের শেষ বাঁশি বাজালে উল্লাসে মেতে ওঠে বাংলাদেশ। এই জয়ে ফাইনালের পথে আরও একধাপ এগিয়ে গেল বাংলাদেশের যুবারা। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ।