মো: ছালাহ উদ্দিন, বার্সেলেনা, স্পেন: কাতালোনীয়া রাজ্যের সান্তা কলমায় বাংলাদেশ আওয়ামী লীগ সান্তা কলমা শাখা যুবলীগ কাতালোনীয়া ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কাতালোনীয়া এর যৌথ উদ্যোগে শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ সেপ্টেম্বর রবিবার স্থানীয় সময় সন্ধ্যা ৯টা হইতে শুরু হওয়া গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময় সভাটি শেষ হয় রাত ১২ ঘটিকায়।
সান্তা কলমা আওয়ামীলীগের সভাপতি নাজমুল আলম শফি এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কাতালোনীয়া আওয়ামী যুবলীগ এর সভাপতি কাজী আমির হোসেন আমু, স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি এস.এম.নজরুল ইসলাম, সান্তা কলমা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান নাছিম, সান্তা কলমা আওয়ামীলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সান্তা কলমা আওয়ামীলীগ এর সহ সভাপতি বিপ্লব ভৌমিক, সান্তা কলমা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক মোঃ নিরু মিয়া, কাতালোনীয়া স্বেচ্ছাসেবক লীগ এর সাধারণ সম্পাদক মির্জা আব্দুস সালাম, আওয়ামী যুবলীগ এর সাংগঠনিক সম্পাদক মোঃ ছালাহ উদ্দিন, সান্তা কলমা আওয়ামীলীগ এর সদস্য সামসুর রহমান, সদস্য মোঃ খুকন মিয়া, কাতালোনীয়া আওয়ামী যুবলীগ এর সদস্য সাবেক ছাত্রলীগ নেতা মাসুদুল হাসান রনি প্রমুখ।
সভায় সাংগঠনিক করণীয় শীর্ষক বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনার পাশাপাশি কাতালোনীয়া রাজ্যের আওয়ামীলীগ পরিবারকে একতা ও ঐক্যতা সৃষ্টি করে আগামী দিনের আওয়ামীলীগের সঠিক নেতৃত্ব তৈরী করার জন্য মত প্রকাশ করা হয় আলোচনা সভায়।