হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান কস্তা কনস্টানটিনিডেস (Mr. Costa Constantinides) ১৩ ফেব্রুয়ারী নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসার সাথে এক বৈঠক করেন।
বৈঠককালে, কনসাল জেনারেল বাংলাদেশী-আমেরিকান জনগোষ্ঠীকে সার্বিক সেবা ও সহযোগিতা প্রদানের জন্য নিউইয়র্ক সিটি কাউন্সিলকে ধন্যবাদ জানান। কনসাল জেনারেল বলেন, বাংলাদেশী-আমেরিকান জনগোষ্ঠী ঐতিহ্যগতভাবে কঠোর পরিশ্রমী, সমৃদ্ধ সংস্কৃতি মনস্ক এবং আইন-শৃংখলার প্রতি শ্রদ্ধাশীল এবং তারা এ বৃহৎ শহরের কল্যাণে নিবেদিত। এ বিষয়ে, তিনি নিউইয়র্কে ক্রমবর্ধমান বাংলাদেশী-আমেরিকান জনগোষ্ঠীর সামাজিক কার্যক্রম, বাংলা ভাষার ব্যবহার বৃদ্ধি এবং সংস্কৃতি বিস্তারে সহযোগিতার জন্য নিউইয়র্ক সিটি কাউন্সিলরকে অনুরোধ করেন।
বাংলাদেশী-আমেরিকান নাগরিক কর্তৃক নিউইয়র্ক সিটি কাউন্সিল কর্তৃক প্রদত্ত বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণের বিষয়ে কনসাল জেনারেল এবং কাউন্সিলর আলোচনা করেন। বাংলাদেশী-আমেরিকান নাগরিকদের কল্যানের জন্য নিউইয়র্ক সিটির সাথে একযোগে কাজ করার বিষয়ে কনসাল জেনারেল আগ্রহ প্রকাশ করেন এবং এ লক্ষ্যে সহায়তা প্রদানের আশ্বাস দেন।
বৈঠকে কনসাল জেনারেল বাংলাদেশের অভ্যুদয় থেকে শুরু করে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বিশদভাবে তুলে ধরেন। এ সময় তিনি বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রার সাফল্যগাঁথা শুনে অভিভূত হন এবং এক মিলিয়নের অধিক রোহিঙ্গাদের আশ্রয় প্রদান করে বাংলাদেশ যে মানবিকতার অপূর্ব নিদর্শন স্থাপন করেছে তার প্রশংসা করেন।
জলবায়ু পরিবর্তনে আক্রান্ত বাংলাদেশ কিভাবে অত্যন্ত সফলতার সাথে নিজস্ব অর্থায়নে জলবায়ু পরিবর্তন মোকাবিলা করছে এবং Climate Change Adaptationও Resilience এ বিশ্বে রোল মডেলে পরিণত হওয়ার বিষয় জনাব কস্তাকে কনসাল জেনারেল অবহিত করেন। উল্লেখ্য, জনাব কস্তা New York Councils Environmental Protection Committee এর সভাপতি।
কনসাল জেনারেল আগামী ২২ ফেব্রুয়ারী ২০১৯ তারিখে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস (International Mother Language Day) উপলক্ষ্যে কনস্যুলেট জেনারেল, জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন এবং কুইন্স লাইব্রেরী কর্তৃক যৌথভাবে আয়োজিত আর্ন্তজাতিক সাংস্কৃতিক অনুষ্ঠানে জনাব কস্তাকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানান। উল্লেখ্য, এবারই প্রথম নিউইয়র্ক সিটি কাউন্সিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করতে যাচ্ছে আগামী ২৫ ফেব্রুয়ারী ২০১৯ তারিখে। জনাব কস্তা উক্ত অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে কনসাল জেনারেলকে আমন্ত্রণ জানান।
কনসাল জেনারেল স্বাধীনতার স্থপতি ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ‘অসমাপ্ত আত্মজীবনী’ এবং ‘কারাগারের রোজনামচা’র (ইংরেজী ভার্সন) জনাব কস্তাকে উপহার হিসেবে প্রদান করেন।
কনস্যুলেট জেনারেল এর কাউন্সেলর আয়েশা হক এবং প্রথম সচিব শামীম হোসেন এ সময় উপস্থিত ছিলেন।