প্রেস বিজ্ঞপ্তি: হৃদরোগ এবং ডায়াবেটিস রোগীদের জীবনধারা, খাদ্যাভাস ও মানসিক চাপ নিয়ন্ত্রণে করণীয় চিকিৎসা সম্পর্কে বিস্তারিত জানানোর উদ্দেশ্যে সাওল হার্ট সেন্টার, বাংলাদেশ বছরব্যাপী প্রতি শনিবার বেলা ১১টায় ‘ফ্রি হার্ট সেমিনার’ আয়োজন করে থাকে।
এরই ধারাবাহিকতায় আগামীকাল শনিবার (০৪ জুন) বেলা ১১টায়, ‘সাওল অডিটোরিয়াম’ ২৬ ইস্কাটন গার্ডেনে অনুষ্ঠিত হবে ‘ফ্রি সাওল হার্ট সেমিনার’।
আমেরিকার কিংবদন্তি ডা. ডিন অর্নিশ উদ্ভাবিত উপমহাদেশের গর্ব ডা. বিমল ছাজেড় বিকশিত বিশ্বব্যাপী কোটি কোটি হৃদরোগীর সুস্থতার সর্বাধুনিক চিকিৎসাপদ্ধতি সাওল একটি স্বাস্থ্য আন্দোলন।