মোহম্মদ শাহবুদ্দিন ফিরোজ
পশ্চিমবঙ্গ, ভারত
বহুব্রীহি মানচিত্রের ভেতর আলাদা আলাদা যাপনরং থাকলেও
সময়ে সময়ে সাইরেন বাজে, কনভয়, কনভেয়ার আর পালাবদলের সময়ে
কৃষিকাজ থাকে, লাল-সাদা ইউনিয়ন থাকে, প্রাক্তনদের কোলাজ স্মৃতিও।
মুদির দোকানের দাঁড়িপাল্লাকে টেক্কা দেয় বেঁচে থাকার ধারাবিবরনী
হামাগুড়ির সাথে রূপকথা পার করে হাতে হাত ধরে চিনে নেয়া সন্ধের ওজন।
একটু একটু করে সরে যায় রাতের ডাকনাম আর মানচিত্রের রঙে-
চাকা আবিষ্কারেরও গল্প থাকে না। ঘড় ঘড় ঘড়িও থেমে যায়।
সময় দাঁড়িয়ে থাকে থাকে, ঠিক যখনই সাইরেন বাজা থেমে যায়…
এই বাঙালি-যাপনে জেনে গেছি, এক এক চালের ভাত একেক সুগন্ধের হয়।
সাইরেন বাজা থেমে গেলেই, সব অপরাধ ডায়েরি লালকালিতেই লেখা
কিন্তু কোথাও যখন খিদের গন্ধ পাওয়া যায়, নাকে রুমাল দিয়ে-
আমরা ম্যাজিশিয়ান খুঁজি। যে রুমালকে বিড়াল করে দেখাতে পারবে।