নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ইতালির রোম শহরে আগামী ২৬, ২৭ ও ২৮ অক্টোবর অনুষ্ঠিতব্য কানেক্ট বাংলাদেশে এর রোম সম্মেলনে অংশ নিতে ২৪ অক্টোবর, বুধবার বিকাল ৫:৪৫মিনিট নরওয়ে এয়ার যোগে নিউইয়র্ক লিবারটি আন্তজার্তিক বিমান বন্দর থেকে যুক্তরাষ্ট্র ত্যাগ করেছেন কানেক্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় সমন্বয়ক, মূলধারার পুরস্কার বিজয়ী সিনিয়র সাংবাদিক, প্রাবন্ধিক, আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন সভাপতি ও বাপসনিউজ এডিটর হাকিকুল ইসলাম খোকন এবং কবি ও প্রাবন্ধিক এবিএম সালেহউদ্দিন।
তারা ২৫ অক্টোবর বৃহস্পতিবার অপরাহ্নে পাতগিগ শহরে একটি সম্মেলন ও একটি সমাবেশে সম্মানিত অতিথি হিসেবে অংশ নিবেন। এবং একইদিন রোমে পৌছাবেন। ২৯ অক্টোবর পর্যন্ত রোমে কানেক্ট বাংলাদেশ সম্মেলনসহ বিভিন্ন সেমিনার, সম্মেলনে অংশ নিবেন।
২৯ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত প্যারিসে অনুষ্ঠিতব্য গ্লোবাল সামিটে সম্মানিত অতিথি হিসেবে অংশ নিবেন তারা। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন বলে জানা গেছে। ৫ নভেম্বর ২০১৮ সোমবার রাতে নিউইয়র্কে জেএফকেতে প্রত্যাবর্তন করবেন।
এছাড়াও কানেক্ট বাংলাদেশ এর রোম সম্মেলনে যুক্তরাষ্ট্র থেকে অংশ নিবেন কানেক্ট বাংলাদেশ কেন্দ্রীয় সমন্বয়ক সাবেক ছাত্র নেতা লুত্ফা হাসীন রোজী, কানেক্ট বাংলাদেশ কেন্দ্রীয় সমন্বয়ক ও প্রাবন্ধিক লাসভেগাস প্রবাসী শিকদার গিয়াস উদ্দিন, সহ ধর্মিনী সাংস্কৃতিক সংগঠক সৈয়দা নওরোজ জাহান লাকী, কানেক্ট বাংলাদেশ কেন্দ্রীয় সমন্বয়ক টেক্সস প্রবাসী এম এ তাহের এবং কানেক্ট বাংলাদেশ কেন্দ্রীয় সমন্বয়ক কানাডা প্রবাসী ইলিয়াছ মিয়া ও মিসেস ইলিয়াছ মিয়া অংশ নিবেন বলে জানা গেছে।