প্রবাস মেলা ডেস্ক:
সিলেটের কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সিনিয়র সহ সভাপতি, বর্তমানে ফ্রান্স প্রবাসী এবং ফ্রিল্যান্স সাংবাদিক দেলওয়ার হোসেন সেলিমের পিতা আলহাজ্ব সিরাজুল ইসলাম (সিরাজ ডাক্তার) আর নেই।
সোমবার (২৩ জুলাই ২০১৮) বিকেল ৪টার দিকে তিনি ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিক ও লিভার জনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭২ বছর। তিনি স্ত্রী, ছেলে মেয়ে, নাতি নাতনী সহ অসংখ্য আত্বীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আলহাজ্ব সিরাজুল ইসলাম ১৯৪৬ সালে ঝিংগাবাড়ী ইউনিয়নের গোয়ালজুর গ্রামের এক সম্ভান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। পড়াশোনা শেষে সরকারি শিক্ষক হিসেবে কর্মজীবনে যোগদান করেন। একপর্যায়ে তিনি চাকুরী নিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চলে যান। এরপর দেশে ফিরে গাছিবাড়ি বাজারে তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান হোসেন ফার্মেসি পরিচালনা করেন। তিনি একজন সমাজসেবী ও শিক্ষানুরাগী হিসেবে সর্বমহলে সুপরিচিত ছিলেন। আর্তমানবতার সেবায় তিনি ১৯৯৯ সালে গ্রামের বাড়ির পাশে ঢাকনাইল দক্ষিণ কমিউনিটি ক্লিনিকের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে জমি দান করেন।
বর্ণাঢ্য কর্ম জীবনের অধিকারী সমাজসেবী আলহাজ্ব সিরাজুল ইসলামের মৃত্যুতে গোটা এলাকা সহ দেশে বিদেশে শোকের ছায়া নেমে আসে। স্যোশাল মিডিয়া ফেসবুক জুড়ে শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে অনেকেই স্ট্যাটাস আপলোড করেছেন। অনেকেই তার মৃত্যুর সংবাদ শোনে সিলেট শহরের মিরাবাজার আগপাড়ার বাসায় ছুটে যান।
সোমবার বাদ মাগরিব মিরাবাজার আগপাড়া জামে মসজিদে প্রথম জানাযার নামাজ এবং রাত ৯ টায় গাছবাড়ি কামিল মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। গাছবাড়ি মাদ্রাসা মাঠে জানাযার নামাজে ইমামতি করেন সিলেট ৫ আসনের সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী। মিরাবাজার জামে মসজিদে ইমামতি করেন মসজিদের ইমাম। বিপুল সংখ্যক মানুষ উভয় জানযায় অংশ গ্রহণ করেন। পরে সিলেট শহরের মানিকপীর কবরস্থানে তাকে দাফন করা হয়।
উল্লেখ্য, মরহুমের বড় ছেলে সাংবাদিক দেলওয়ার হোসেন সেলিম এবং কনিষ্ঠ ছেলে সোয়েব আহমদ বর্তমানে ফ্রান্সে স্থায়ীভাবে বসবাস করছেন। দ্বিতীয় ছেলে দিলদার হোসেন শামীম কানাইঘাট উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং ফ্রেন্ডশিপ এন্টারপ্রাইজের পরিচালক, আরেক কনিষ্ঠ ছেলে সাইফুর রহমান শিপু বর্তমানে গ্রীসে রয়েছেন।
এদিকে, আলহাজ্ব সিরাজুল ইসলামের মৃত্যু সংবাদ পেয়ে ফ্রান্সে বসবাসরত তার আত্বীয়স্বজন ও কমিউনিটির নেতৃবৃন্দ পৃথক দোয়া মাহফিল আয়োজন করেন। মরহুমের কনিষ্ঠ ছেলে সোয়েব আহমদের প্যারিসের বাসায় অনুষ্ঠিত দোয়া মাহফিল পরিচালনা করেন জাফর তালহা। এতে অংশ গ্রহণ করেন ব্যবসায়ী হারুন মিয়া, মরহুমের বড় ছেলে সাংবাদিক দেলওয়ার হোসেন সেলিম, নাতি এনাম আহমদ, কামাল তাজ, সোহেল, আহমদ মোরাদ চৌধুরী শামীম, ছাত্রনেতা খায়রুল আলম মাজেদ প্রমুখ।