প্রেস বিজ্ঞপ্তি: সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করেছে ব্রডকাস্ট প্রডিউসারস অ্যাসোসিয়েশন (বিপিএ)। দৈনিক প্রথম আলোর অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে আটক ও হেনস্তা করার ঘটনায় তীব্র নিন্দাও জানিয়েছেন বিপিএ এর সকল সদস্যরা। মন্ত্রনালয়ের অভ্যন্তরে সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা করার ঘটনায় নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। এছাড়া অসুস্থ সাংবাদিক রোজিনা ইসলাম এর সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি ব্রডকাস্ট প্রডিউসারস অ্যাসোসিয়েশন (বিপিএ) আহবান জানায়। রোজিনা ইসলামের সাথে যে আচরণ করা হয়েছে তা লজ্জাজনক। স্বাধীন সাংবাদিকতা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।