জাহাঙ্গীর আলম সিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: সাংবাদিক রোজিনা ইসলামের আশু মুক্তি ও তাঁকে নির্যাতনের প্রতিবাদে ১৮ মে , ২০২১ মঙ্গলবার লন্ডনে ইউকে-বাংলা প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের প্রতীকী কর্মবিরতী, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তীব্র বৃষ্টি উপেক্ষা করে পুর্ব লন্ডনের আলতাব আলী পার্কে শহীদ মিনার চত্বরে স্থানীয় সময় বেলা দুইটায় এ কর্মসুচী শুরু হয়। প্রেসক্লাব সভাপতি কে এম আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুনজের আহমদ চৌধুরীর পরিচালনায় মানববন্ধন শেষে সমাবেশে দল মত নির্বিশেষে কমিউনিটির বিভিন্ন সংগঠন ও বিভিন্ন পর্যায়ের সাংবাদিক নেতৃবৃন্দ যোগ দিয়ে সংহতি প্রকাশ করেন।
সমাবেশে বক্তারা প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামের দ্রুত মুক্তির দাবী জানান এবং তাকে মন্ত্রণালয়ে ৫ ঘন্টা আটকিয়ে নাজেহাল করার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। বক্তারা বলেন, ঘটনাটি খুবই অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। একজন পেশাদার সিনিয়র সাংবাদিককে সচিবালয়ে আটকে হেনস্তা, মামলা দিয়ে হয়রানির ঘটনা আমাদের পেশাদার সাংবাদিকতার ওপর বড় আঘাত। অনুসন্ধানী ও দুর্নীতিবিরোধী সাংবাদিকতাকে বাধাগ্রস্থ করাই এসবের উদ্দেশ্য।

সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ব্যারিস্টার নাজির আহমদ, দর্পন ম্যাগাজিনের সম্পাদক মো: রহমত আলী, দৈনিক জালালাবাদের আব্দুল মুনিম ক্যারল, সাংবাদিক রিয়াদ হাসান, প্রেসক্লাব সহ সভাপতি বিপ্লব কুমার পোদ্দার, সিনিয়র সাংবাদিক আহাদ চৌধুরী বাবু, সময় টিভির লন্ডন প্রতিনিধি শোয়েব কবীর, এটিএন বাংলার সাংবাদিক মোস্তাক বাবুল, বাংলা ভিশনের লন্ডন প্রতিনিধি আব্দুল হান্নান, বাংলাদেশ প্রতিদিনের আ স ম মাসুম, লন্ডন বিডি নিউজের প্রধান সম্পাদক আব্দুল বাছিত বাদশা, ইউকে বাংলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, যুগ্ম সম্পাদক আজিজুল আম্বিয়া, ট্রেজারার সাইদুল ইসলাম, সাংবাদিক কবি শিহাবুজ্জাামান কামাল, সাংবাদিক মাহবুব সুয়েদ, মিনহাজুল আলম মামুন, মাহমুদুর রহমান শানুর, দৈনিক সানরাইজ সম্পাদক এনাম চৌধুরী, আনোয়ারুল ইসলাম অভি, জয়নাল আবেদিন, ইউসুফ জাকারিয়া খান, মেহেদি হাসান মারুফ, মিছবাউর রহমান, মানবাধিকার কর্মী আতিয়া বেগম, ব্যারিস্টার মোহাম্মদ খান, তাহমিনা আক্তার প্রমুখ।
সমাবেশে সংহতি প্রকাশ ও নিউজ কাভার করেন- টিভি ওয়ানের জাকির হোসেন কয়েছ, ঢাকার বাংলা টিভির লন্ডন প্রতিনিধি আব্দুল কাদির মুরাদ, চ্যানেল এস এর রেজাউল করিম মৃধা, এনটিভির মাসুদ সহ বিভিন্ন অনলাইন পত্রিকার সাংবাদিকবৃন্দ।
প্রেসক্লাব সভাপতি কে এম আবু তাহের চৌধুরীর তাঁর বক্তব্যে, সাংবাদিক রোজিনা ইসলামের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে তাঁকে অবিলম্বে মুক্তি প্রদান, দুর্নীতিবাজ সচিবদের দুর্নীতির তদন্ত ও নির্যাতনের সাথে জড়িত পুলিশ ও অতিরিক্ত সচিবের শাস্তি দাবী করেন। তিনি বাংলাদেশে মিডিয়ার স্বাধীনতা নিশ্চিত করার দাবী জানান ।