হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে দালাল বাজার জামে মসজিদের সুপারি বাগান পাহারাদারকে কুপিয়ে জখম করার ঘটনার সংবাদ প্রকাশ করায় সাংবাদিক রাকিব হোসেনের নামে মিথ্যা মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন।
ঘটনাটি ঘটে গত ২৪ অক্টোবর ২০২৪। দালাল বাজার জামে মসজিদের সুপারি বাগান পাহারাদার রফিক মাল মসজিদের সুপারি রক্ষা করতে গিয়ে নির্মমভাবে সন্ত্রাসী হামলার শিকার হন। এ ঘটনায় রফিক মালের ছোট ভাই আঃ রহমান বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নম্বর: ১৯/২০২৪)। অভিযুক্ত সোলেমান এবং তার ছেলে সোহেলকে পুলিশ গ্রেপ্তার করে ভোলার বিজ্ঞ আদালতে সোপর্দ করে।
অপরদিকে, ২৭ অক্টোবর ২০২৪ তারিখে আসামিরা কৌশল করে বাদী আঃ রহমান এবং মামলার সাক্ষীদের বিরুদ্ধে একটি মিথ্যা পাল্টা মামলা দায়ের করেন (মামলা নম্বর: জি আর ৪৮/২০২৪)। এই মিথ্যা মামলায় সাংবাদিক রাকিব হোসেনের নাম ৫ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়, যদিও মামলার বিবরণে তার বিরুদ্ধে কোনো সরাসরি অপরাধের কথা উল্লেখ নেই।
এ প্রসঙ্গে আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন-এর সভাপতি হাকিকুল ইসলাম খোকন এবং সাধারণ সম্পাদক হেলাল মাহমুদ এক যৌথ বিবৃতিতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। তারা বলেন, “অপরাধীরা অপরাধ করবে, আর সেই অপরাধের সংবাদ প্রকাশ করলেই সাংবাদিকদের মিথ্যা মামলায় ফাঁসানোর প্রবণতা একটি নিন্দনীয় সংস্কৃতি। সাংবাদিক রাকিবের একমাত্র ‘অপরাধ’ হলো, তিনি সত্য ঘটনা প্রকাশ করেছেন।”
তারা এ ঘটনায় দোষীদের কঠোর শাস্তি দাবি করেন এবং সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানান।
ঘটনাটি বাংলাদেশের সাংবাদিকতার স্বাধীনতার ওপর আঘাত হিসেবে চিহ্নিত হচ্ছে এবং বিষয়টি নিয়ে গণমাধ্যমকর্মীদের মধ্যে উদ্বেগ বাড়ছে।