মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদিআরব প্রতিনিধি: রাঙ্গুনিয়া কৃতি সন্তান, রিপোর্টার্স এসোসিয়েশন অফ ইলেকট্রনিক মিডিয়া সৌদিআরব পশ্চিমাঞ্চল এর অন্যতম সদস্য মোহনা টিভি’র সাংবাদিক মোহাম্মাদ ফিরোজ’র শ্রদ্ধেয় আম্মাজান মোছাম্মৎ ছুরি খাতুন (৬০) আজ ২৮ জুন ২০২০, রবিবার সকাল ৬-টার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালর আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় ইন্তেকাল করেন।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়ের ৩নং ওয়ার্ড়ের খন্দকার পাড়ার হাজ্বী সমিউদ্দিন শাহ বাড়ী নিবাসী মরহুম হাজ্বী আবদুল হামিদের সহধর্মিণী। জানাযা নামাজ- আজ ২৮ জুন বাদে জোহোর ১.৩০ মিনিটে স্থানীয় জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে। প্রবাসী সাংবাদিক মোহাম্মদ ফিরোজের মা’য়ের মৃত্যুতে মোহনা টেলিভিশন সৌদি আরব প্রতিনিধি, রিয়াদ বাংলাদেশ থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ও নাট্যকার মো: জাহাঙ্গীর আলম হৃদয় গভীর শোক-প্রকাশ করেন এবংমরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে, শোকাহত-পরিবারের প্রতি সমবেদনা জানান।