ডেস্ক রিপোর্ট: মঠবাড়িয়া প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ও দৈনিক জনকন্ঠ পত্রিকার মঠবাড়িয়া সংবাদদাতা মেহেদী হাসানের মা মেহেরুননেছা (মিরু) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মঠবাড়িয়ার কৃতি সন্তান কুয়েত মহানগর যুবলীগের সভাপতি প্রবাসী মীর তারেক।
এক শোক বার্তায় মেহেরুননেছার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। একইসাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তিনি।
উল্লেখ্য, ১১ নভেম্বর ২০২০, বুধবার রাত ১০:৪৫ মিনিটের দিকে খুলনা শহরের বেসরকারি গাজী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন মেহেরুননেছা (মিরু)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি ২ ছেলে, ২ মেয়ে, নাতি নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।