রারজানা সুলতানা: নিউজ এডিটরস গিল্ড, মিডিয়া জার্নালিস্ট ক্লাব অব বাংলাদেশ, দৈনিক মাতৃভূমির খবর, রূপসী বাংলা টেলিভিশন, সাপ্তাহিক যায়সময়ের উদ্যোগে মঙ্গলবার রূপসী বাংলা টেলিভিশন কার্যালয়ে পিঠা উৎসব ও বাদল চৌধুরীর জন্মদিনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ড. ফজলুল হক সাবেক অতিরিক্ত সচিব পিঠা উৎসব উদ্বোধন করার প্রাক্কালে বলেন, পিঠা আবহমান কাল ধরে বাংলার ঐতিহ্য। এ ঐতিহ্য ধরে রাখতে বিভিন্ন আয়োজন ও মেলা করা দরকার।
বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম মহাসচিব শেখ মামুনুর রশীদ বলেন, ‘এদেশের মানুষ পিঠা খেতে ভালবাসে তাই এ ধরনের পিঠা উৎসব ঐতিহ্য ধরে রাখতে সহযোগিতা করবে। ‘ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম বলেন, বাংলার ঐতিহ্য পিঠা-পুলি বিক্রির মাধ্যমে বর্তমানে নার-পুরুষের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে।
সম্মানিত অতিথি দৈনিক মাতৃভূমির খবরের প্রধান নির্বাহী সম্পাদক মো. মনিরুজ্জামান (তোফায়েল), রূপসী বাংলা টেলিভিশনের সিইও নাসির উদ্দীন, সাপ্তাহিক যায়সময়ের ভারপ্রাপ্ত সম্পাদক খালেক খান, বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক আলী আশরাফ আখন্দ, সিনিয়র সাংবাদিক নাজমুল ইসলাম কিরন সেরনিয়াবাত, বাংলাদেশ নিউজ এডিটরস গিল্ডের সাধারণ সম্পাদক আনজুমান আরা শিল্পী ও মিডিয়া জার্নালিস্ট ক্লাব অব বাংলাদেশের সাধারণ সম্পাদক রারজানা সুলতানা শুভেচ্ছা বক্তব্য রাখেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মনজুর আলম আঙুর, রূপসী বাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন, দৈনিক ডেসটিনির নির্বাহী সম্পাদক খাজা খন্দকার, সাংবাদিক আ. রাজ্জাক, বিশিষ্ট সংগীত শিল্পী মেহেরুন আশরাফ, সাপ্তাহিক যায়সময়ের নির্বাহী সম্পাদক, রায়হান খান, ফাহিমসহ আরও অনেকে। মেহেরুন আশরাফের সংগীত চলাকালে সবাইকে পিঠা পরিবেশন করা হয়।
উল্লেখ্য, বাদল চৌধুরীর সহধর্মিণীর নিজ হাতে বাসায় তৈরি পিঠা প্রতি বছরের মতো এবারও পরিবেশন করা হয়।