প্রবাস মেলা ডেস্ক: চাঁদপুর জেলা প্রেসক্লাবের সভাপতি, দৈনিক চাঁদপুর দর্পন পত্রিকার সম্পাদক ও প্রকাশক, চ্যানেল আই এর স্টাফ রিপোর্টার প্রবীণ সাংবাদিক ইকরাম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন – চাঁদপুর জেলা প্রেসক্লাবের আজীবন সদস্য, শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠী ও রিয়াদ বাংলাদেশ থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ও নাট্যকার বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক রোটারিয়ান মো: জাহাঙ্গীর আলম হৃদয়।
তিনি বলেন, প্রয়াত সাংবাদিক ইকরাম চৌধুরী ছিলেন মিষ্টভাষী, সদালাপী একজন মানুষ, যার সাথে ১৯৯৬ সাল থেকেই আমার পরিচয়, যখনি শাহরাস্তি থেকে জেলা সদরে যেতাম বা যেখানেই দেখা হতো তিনি স্নেহের ছোট ভাই হিসাবে বুকে জড়িয়ে নিতেন।
২০০৭ সালে যখন আমি চ্যানেল আই ঢাকা স্টুডিওতে তারকা আড্ডা অনুষ্ঠানে অভিনেতা মীর সাব্বির ভাইয়ের সাথে তারকা আড্ডা অনুষ্ঠানে অংশ নিচ্ছি শুনে ভাই কল করে আমায় অভিনন্দন জানিয়েছেন। সংবাদকর্মী জীবনে তিনি যখনি কোথাও দেখা হতো বলতেন হৃদয় তুমি যা করে থাকো তা আন্তরিকতার সাথেই করো এটা অনেক ভালো লাগে।
দূরপ্রবাসে বসে যখন শুনেছি সাংবাদিক ইকরাম চৌধুরী ভাই অসুস্থ তখন থেকেই জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ ভাই সহ বিভিন্নভাবে খবর নেয়ার চেষ্টা করেছি, চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রয়োজন শুনে আমার অবস্থান থেকে চেষ্টা করেছি পাশে থাকার।
৮ আগস্ট ২০২০ ঘুম থেকে উঠেই মোবাইল খুলে ফেইসবুকে ঢুকে ইকরাম ভাইয়ের মৃত্যু শুনে চোখের পানি আর ধরে রাখতে পারিনি। দুরপ্রবাসে বসে প্রিয়জনদের হারানোর ব্যাথা সইতে পারছিনা।
মহান আল্লাহ ইকরাম ভাইকে জান্নাতবাসী করুন। আমিন