প্রবাস মেলা ডেস্ক: ২৮ অক্টোবর ২০২৩ ঢাকার রাজপথে বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে সহিংসতায় গভীরভাবে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র-কানাডাসহ সাত দেশের ঢাকাস্থ দূতাবাস। একই সঙ্গে সহিংসতায় প্রাণহানি ও আহতদের জন্য সমবেদনা জানিয়েছে তারা।
৩০ অক্টোবর ২০২৩, সোমবার দুপুরে এক যৌথ বিবৃতি দেয় ঢাকার অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, কোরিয়া প্রজাতন্ত্র, নরওয়ে, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র দূতাবাস।
বিবৃতিতে বলা হয়, অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরি করতে দূতাবাসের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে সংযত আচরণ, সহিংসতা পরিহার এবং একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।
এর আগে রোববার (২৯ অক্টোবর) দুপুরে এক টুইট বার্তায় বিএনপির সমাবেশে সংঘর্ষের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছিল যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন।