জাহাঙ্গীর আলম সিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: ৫ নভেম্বর ২০১৮ সোমবার পূর্ব লন্ডন, রমফোরড রোডের একটি স্থানীয় রেস্টুরেন্টে বিজয় দিবস উৎযাপন উপলক্ষে সর্ব ইউরোপিয়ান বাংলাদেশি এসোসিয়েশন এর মতবিনিময় ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের গৌরবময় সাংস্কৃতিক ও ঐতিহ্য কে ইউরোপের দেশগুলোর কাছে তুলে ধরার জন্য এসোসিয়েশনের এই মতবিনিময় ও সাধারণ সভার উদ্যোগ ছিল ইউরোপের ১৮ টি দেশের মিলন কেন্দ্র পূর্ব লন্ডনে ।
এসোসিয়েশনের অভিষেক ও বিজয় দিবস উপলক্ষে বক্তাদের বক্তৃতায় এবং উদাত্ত আহবানে প্রবাসী ইউরোপীয় নাগরিক হলেও জন্মভূমি বাংলাদেশের সংস্কৃতি ও জাতীয় দিবসগুলো পালন ও বিশ্বের দরবারে তুলে ধরার দায়িত্ব প্রত্যেক প্রবাসী বাংলাদেশি নাগরিকের। সবাইকেই এই দায়িত্ব পালনে ব্রত হওয়া উচিত বলে মনে করেন উপস্থিত সবাই।
অনুষ্ঠানে এসোসিয়েশনের মামুনুর রশিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম জলিল খানের সঞ্চালনায় বক্তৃতা দেন সিনিয়র সহ সভাপতি মনোয়ার মোহাম্মাদ, জিল্লুর রহমান, সাকিল তালুকদার, নুরুল আমিন, আবুজাফর সাইদ, আরমানুদ্দিন, সুমন এবং বালারাম কৃষ্ণ সহ অনেকে।
এতে এসোসিয়েশনের কার্যকরী পরিষদ, উপদেষ্টা পরিষদ ও সদস্যবৃন্দের উপস্থিত সিদ্ধান্তে অভিষেক ও বিজয় দিবস উৎযাপন ২০১৮ উপলক্ষে থাকবে জাতীয় সঙ্গিত, শিশুদের অঙ্কন প্রতিযোগিতা, নাচ, গান, কবিতা আবৃত্তি, র্যাফেল ড্র সহ হরেক রকমের অংশগ্রহণ ও পুরস্কার বিতরণী।