জাহাঙ্গীর আলম সিকদার, লন্ডন, যুক্তরাজ্য: ২৮ অগাস্ট ২০১৮ মঙ্গলবারে পূর্ব লন্ডনের রম ফোরড রোড প্রিন্স কফি রেস্টুরেন্টে সর্ব ইউরোপিয়ান বাংলাদেশি এসোসিয়েশন ইন ইউকের আহবায়ক কমিটির উদ্যোগে পূর্ণাঙ্গ কমিটির লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসোসিয়েশনের প্রধান আহবায়ক আলি আকবর খোকনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠান যৌথ পরিচালনা করেন আব্দুল মানান ও আব্দুল হালিম। এতে এ্সোসিয়েশনের আদর্শ ও উদ্দেশ্য নিয়ে বক্তৃতার মাধ্যমে মত প্রকাশ করেন শাহ মোহাম্মদ তাইফুর রহমান, সেলিম চৌধুরী, আবু নোমান, মহসিন আক্তার,আব্দুর রাজ্জাক মোল্লা, আজাহারুল ইসলাম বাধন, ফয়সাল, শফিকুল ইসলাম, হাসনাত কবির রিপন, রমিজ উদ্দিন বেপারি, সারওয়ারদি বাবুল, হাকিম সিকদার, আরমানুদ্দিন, মফিজুল ইসলাম সহ অনেকে। বাংলাদেশ থেকে আসা ইউকে ছাড়াও বিভিন্ন দেশের নেতৃবৃন্দ তথা ইতালি, অস্ট্রিয়া, জার্মান, ফ্রান্স, নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে, বেলজিয়াম, পর্তুগাল, গ্রিস, ডেনমার্ক, ফিনল্যান্ড সহ বিভিন্ন দেশের আগতক নাগরিকদের বহু কাঙ্ক্ষিত এই এসোসিয়েশনের জাঁকজমকপূর্ণ সমর্থিত সমন্বয়ে ৫ সদস্য বিশিষ্ট গুরুত্বপূর্ণ কার্যকরী পরিষদের যেসব পদে অধিষ্ঠিত হন তারা হলেন – সভাপতি মামুনুর রশিদ (ইতালিয়ান), সাধারণ সম্পাদক এম এ জলিল (স্পেন), সিনিয়র সহ সভাপতিা মনোয়ার মোহাম্মাদ (নেদারল্যান্ড), সাংগঠনিক সম্পাদক বাবুল সরোয়ারদি (ফ্রান্স), কোষাধ্যক্ষ শওকত সিদ্দিকি (জার্মান)।
উপস্থিত সকলে ফুল দিয়ে অধির আগ্রহের এই নবনির্বাচিত কার্যকরী কমিটিকে বরন করে নিলেন উষ্ণ অভিনন্দে । সভায় পরবর্তী তিন মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি করার প্রতিশ্রুতিও দেন নব নির্বাচিত কার্যকরী কমিটি । এ ছাড়া প্রবাসী বাংলাদেশিদের সম্প্রীতি উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতার অটুট বন্ধনে আবধ্য হন এসোসিয়েশনের নব নির্বাচিত কমিটি ।