কোপেনহেগেন, ডেনমার্ক: সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জার্মান সফরে সর্ব ইউরোপীয় আওয়ামীলীগের নতুন কমিটি ঘোষণা করেছেন। নতুন কমিটির সভাপতি অষ্ট্রিয়া প্রবাসী সাংবাদিক, বিশিষ্ট কলামিস্ট, লেখক জনাব এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক হয়েছেন ফ্রান্স প্রবাসী মজিবুর রহমান। এক প্রেস বিজ্ঞপ্তিতে ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি মোস্তফা মজুমদার বাচ্চু, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান নতুন কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
এ সময় তারা বলেন, নতুন নেতৃত্ব ইউরোপের বিভিন্ন দেশে আওয়ামী লীগ আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে। ডেনমার্ক আওয়ামী লীগ নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে তাদের নির্দেশ মতে সাংগঠনিক সকল কার্য্যক্রম অব্যাহত রাখবে।
এছাড়াও শুভেচ্ছা বার্তায় অভিনন্দন জানান ডেনমার্ক আওয়ামী লীগের উপদেষ্টা বাবু সুভাষ ঘোষ, মিঠু ভাই,হাসনাত রুবেল, জাহিদুল ইসলাম কামরুল ,সহ-সভাপতি খোকন মজুমদার, জাহিদ বাবু, নাসির উদ্দিন সরকার,মুহাম্মদ ইসমাঈল,যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম উদ্দিন, নূরুল ইসলাম টিটু,বোরহান উদ্দিন, বেলাল রুমী, সাংগঠনিক সম্পাদক সরদার সাইদুর রহমান, শামীম খালাইশি, রোমেল মিয়া সোহাগ ও অর্থ সস্পাদক খোকন প্রমুখ।