শিবব্রত গুহ, কোলকাতা, ভারত থেকে: সম্প্রতি দক্ষিণ কোলকাতার হালতুর হালতু কমিউনিটি হলে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছিল। এই সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী মনীশ গুপ্ত মহাশয়, তৃণমূলের রাজ্যসভার সাংসদ মাননীয় ডেরেক, ব্রায়েন ও কোলকাতা পুরসভার ১০৫নং পুরসভার পৌরপিতা তরুণ মন্ডল মহাশয়।
এই সভায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মনীশ গুপ্ত ও ডেরেক ও ব্রায়েন মহাশয় আসন্ন রাজ্য বিধানসভার গুরুত্ব ও মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী কার্যাবলীর কথা সবার সামনে তুলে ধরেন ও কর্মী সমর্থকদেরকে উজ্জীবিত করেন।