প্রবাস মেলা ডেস্ক: জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র চারদিন বাকি; অথচ প্রধান বিরোধী দল হিসেবে ঘোষণা দেয়া জাতীয় পার্টির একাধিক প্রার্থী ভোটের মাঠ থেকে একে একে সরে দাঁড়াচ্ছেন। আর যারা মাঠে আছেন তাদের অধিকাংশই নিষ্ক্রিয়। অথচ দলটি সরকার গঠনের প্রত্যাশার কথা জানিয়েছিলো। এ নিয়ে খোদ দলের জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, এমন কর্মকাণ্ড অবশ্যই সংগঠন পরিপন্থী। সরে দাঁড়ানো প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
২ জানুয়ারি ২০২৪, মঙ্গলবার দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহারের ঘোষণা দেন দিনাজপুর-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী মাহবুব আলম। একই দিনে গাজীপুর-৪ আসনের জাতীয় পার্টির প্রার্থী সামসুদ্দিন খানও ভোটের মাঠ থেকে নিজেকে গুটিয়ে নেন। নিজেদের প্রত্যাহারের কারণ হিসেবে উল্লেখ করেন ভোটের সুষ্ঠু পরিবেশ নিয়ে তাদের শংকা।
শুধু দিনাজপুর কিংবা গাজীপুরই নয় বরিশাল, বরগুনা, ব্রাহ্মণবাড়িয়া, সিরাজগঞ্জসহ একাধিক আসন থেকে নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন জাতীয় পার্টির প্রার্থীরা। অন্যদিকে অধিকাংশ আসনেই প্রতিদ্বন্দ্বিতায় মাঠে টিকতে না পেরে নির্বাচনে থাকলেও সক্রিয় নন প্রার্থীরা প্রচার প্রচারণায়।