শাহজাহান চঞ্চল
রিয়াদ, সৌদি আরব
এখন চারদিকে দাঁড়িয়ে আছে
সিপাহী অভাব;
বাদামী আলো ঢেকে দিয়েছে ফসলি মাঠ।
ভালবাসায় আর হয় না বুনট শীতলপাটি,
নকশা আঁকা হয়না তাতে প্রজাপতির!
হাতের মুঠোয় পাথর কুচি,
কাঁধের ঝোলায় কষ্টের সূচি;
নরম রোদ মুখে নেই কোথাও স্বাতীর।
পথ চলি …
চলতে চলতে বলি,
ভাল-ই তো ছিলো আমাদের অতীত!
নদী ছিলো
বৃষ্টি ছিলো, ফাগুনের হাওয়া ছিলো;
এখন শুধু আগুনের উত্তাপ।
সরল বয়ান…
দিন কী ফিরবে না আর,
আর কী বাজবে না প্রশান্তির সেতার?