প্রবাস মেলা ডেস্ক: সামাজিক কমর্কান্ড ও সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক আউয়াল খানকে সম্মাননা প্রদান করেছে সিডনির মিউচুয়াল বাংলা মেলা ২০১৮ আয়োজক সংগঠক আমরা বাংলাদেশি।
১৬ ডিসেম্বর রবিবার সিডনির ওয়ালী পার্কে মেলা চলাকালীন সময়ে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। সাংবাদিক আউয়াল খান বর্তমানে অস্ট্রেলিয়ার প্রথম পূর্নাঙ্গ বাংলা পত্রিকা স্বদেশ বার্তার সম্পাদক এর পাশাপাশি তিনি অস্ট্রেলিয়া থেকে সর্বাধিক প্রচারিত অনলাইন বাংলা পত্রিকা বাংলাকথার নির্বাহী সম্পাদক ।
এর আগে তিনি অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত আরো দুইটি বাংলা পত্রিকা সু্প্রভাত সিডনি ও স্বাধীন কন্ঠের সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন। অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিকদের সংগঠন সিডনি প্রেস এন্ড মিডিয়া কাউন্সিলের নির্বাচিত সহ সাধারণ সম্পাদক তিনি ।