প্রবাস মেলা ডেস্ক: শুটিংয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় পড়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা কাজল আরেফিন অমির গাড়ি। ঈদের জন্য নতুন নাটক ‘কিডনি’র কাজ করতে বর্তমানে টাঙ্গাইলে অবস্থান করছেন অমি ও তার টিম। সেখানে শুটিংয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার মুখোমুখি হন এই নির্মাতা। জানা যায় আজ সকালে শুটিংয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা ঘটে।
এদিকে সকালে নির্মাতা কাজল আরেফিন অমি তার ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লেখেন, ধন্যবাদ আল্লাহ।
দুর্ঘটনায় গাড়ির ক্ষতি হলেও এই নির্মাতাসহ অভিনেতা পলাশ ও বাকি সদস্যরা সুস্থ রয়েছেন বলে জানা গেছে।