শামছুজ্জামান নাঈম, কুয়ালালামপুর, মালয়েশিয়া প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মালয়েশিয়া প্রবাসীদের মধ্য থেকে বিভিন্ন দলের হয়ে এক ডজনের বেশি নমিনেশন গ্রহণ এবং জমা দেওয়া হলেও শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে টিকে গেলেন ২ জন। তারা হলেন চাঁদপুর-১ আসন থেকে ধানের শীষ প্রতিকে বিএনপির প্রার্থী মোহাম্মদ মোশাররফ হোসেন এবং কুমিল্লা-২ আসন থেকে সিংহ প্রতিকে স্বতন্ত্র প্রার্থী কুমিল্লা-২ আসনে মো. রবিউল ইসলাম। মোশাররফ হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সংগঠনটির মালয়েশিয়া শাখার সাধারণ সম্পাদক। অন্যদিকে রবিউল ইসলাম মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশী স্টুডেন্টস ইউনিয়ন মালয়েশিয়ার (বিইএসইউএম) প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।
মোশাররফ হোসেন জানান, বিদেশে থেকেও আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্য সর্বদা কাজঙ্গে করে গেছি। একই স বিদেশ থেকে রেমিটেন্স পাঠানোর মাধ্যমে অংশ নিয়েছি দেশ বিনির্মাণে। এবার আমি সরাসরি দেশের কল্যাণে নিজেকে বিলিয়ে দেওয়ার লক্ষে এবং আমার এলাকার মানুষের পাশে দাড়াতে সংসদ নির্বাচনে অংশ নিয়েছি।
স্বতন্ত্র প্রার্থী রবিউল ইসলাম বলেন, সংসদ নির্বাচনে প্রবাসীদের অংশগ্রহনের প্রথমধাপ হিসেবে আমি ভোটের মাঠে লড়াইয়ে নেমেছি। একই সঙ্গে শিক্ষার্থীদের দাবি-দাওয়াগুলো সরাসরি সংসদে বলার জন্য আমি একজন ছাত্র হিসেবে সকল শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে চাই। আমি আশা করছি এলাকার মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করার মাধ্যমে তাদের পাশে দাঁড়ানোর সুযোগ করে দিবেন।
এদিকে মালয়েশিয়া থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের টিকিটে নির্বাচনে অংশ নিতে ফিরোজপুর-৩ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ মালয়েশিয়া শাখার প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামাল, বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির শ্রম ও জনশক্তি বিষয়ক সদস্য ও মালয়েশিয়া আওয়ামী লীগের সাবেক সভাপতি এমআর জামিল হোসাইন, বরিশাল-২ (বানারীপাড়া, উজিরপুর) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য কবির হোসেন সাগর, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসন থেকে বাংলাদেশি গার্মেন্টস ট্রেড অ্যাসোসিয়েশন ইন মালয়েশিয়ার (বিজিটিএএম) সভাপতি মার্শাল পাভেল, চট্রগ্রাম-২ (ফটিকছড়ি) আসন থেকে বাংলাদেশ ছাত্রলীগ মালয়েশিয়া শাখার প্রতিষ্ঠাতা সভাপতি আখতার উদ্দীন মাহমুদ পারভেজ।
বিএনপির টিকিটে নির্বাচনে অংশ নিতে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে দলটির মালয়েশিয়া শাখার সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান বাদল, মালয়েশিয়া বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মাহবুব আলম শাহ, চাঁদপুর-১ (কচুয়া) আসন থেকে মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন, ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে মালয়েশিয়া বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক মামুন বিন আব্দুল মান্নান, ফেনী-৩(দাগনভূঞা-সোনাগাজী) আসনে ফেনী সমিতি মালয়েশিয়ার সভাপতি পেয়ার আহমদ আকাশ, ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠাঁলিয়া) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে অধ্যয়নরত পোস্ট গ্রাজুয়েট শিক্ষার্থীদের সংগঠন পিজিএসএস নির্বাচিত সভাপতি মুহাম্মদ ফয়জুল হক। জাতীয় পার্টি থেকে মনোনয়ন সংগ্রহ করেছিলেন দলটির মালয়েশিয়া শাখার সভাপতি এসএম রহমান পারভেজ। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে কুমিল্লা-২ মো. রবিউল ইসলাম।