মহিউল করিম আশিক, দুবাই, ইউএই: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ২৯. মার্চ ২০১৯ শুক্রবার রাত ৯ টায় শারজাহ হুদাইবিয়া হোটেল হলরুমে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।
শুরুতে পবিত্র কুরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে দুই দেশের জাতীয় সংঙ্গীত ও দলীয় সংঙ্গীত পরিবেশন করা হয়। আমিরাত বিএনপি কেন্দ্রীয় কমিটির সভাপতি জাকির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম সম্পাদক প্রকৌশলী মাহে আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল। প্রধান বক্তা ছিলেন আমিরাত বিএনপি কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক আব্দুস সালাম তালুকদার। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রথম সহ সভাপতি নুরুল আলম আলম, সহ সভাপতি প্রকৌশলী আমিরুল ইসলাম এনাম, সহ সভাপতি সিরাজুল ইসলাম নওয়াব, আব্দুল কুদ্দুস খালেদ, জাহাঙ্গীর আলম রুপু ও শামসুন নাহার স্বপ্না।
বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহামান শুধু স্বাধীনতার ঘোষণাই দেননি তিনি রনাঙ্গনেও জীবন বাজী রেখে যুদ্ধ করেছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ইসমাইল হোসেন তালুকদার, প্রকৌশলী কারিমুল হক, শাহিনুর শাহিন, আব্দুল্লাহ আল ফারুক, সিরাজুল হক, রুহুল আমিন, আতাউর রহমান আতা ও এইস এম ফরুক।
বক্তারা আরও বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল তৈরি হলেছিল দেশের জনগণের প্রয়োজনে। দেশ ও জনগণের কল্যান এই দলের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আাজিজুল ইসলাম কিরন, মোহাম্মদ সোলায়মান, আহাম্মেদ হোসেন তালুকদার, সুমন, জাহাঙ্গীর আলম, খোকন, গাজী জাকির। শেষে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়। অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাত জাতীয়তাবাদী দল ও তার অঙ্গ সংগঠনের বহু নেতা কর্মীরা উপস্থিত ছিলেন