রুকসানা রহমান:
স্বপ্ন দেখলাম বন্ধুর, টিউলিপ বাগানের মাঝখানে
বসন্ত স্পর্শ করে ভোর নামালো।
ছড়ানো ছিটানো অতীত, তার উপর আকাশ-বাতাসের চেতনা আবদ্ধ।
স্মৃতির সুখকর দীর্ঘ আমেজ, সন্ধ্যা আগুনে ঝাপ দিচ্ছে দুঃখবোধ।
আমি এক আগুন্তুক, বেদনাশ্রু ক্ষতের ভিতর শব্দের ভিতর, ভেঙ্গে গিয়েছিলো আরশি
লিপিবন্ধ আগামী দিনের ব্যতিক্রম কিছু কবিতার অমরত্ব।
আমি স্বপ্ন দেখছি, হৃদয়দেয়ালে দাঁড়িয়ে আছে
অপার মগ্নতার রেশমী পোষাকে গরল বিশ্বাস…!
খুঁজে চলছি আমি হারানো ঘর, অস্তিত্বের রূপকথা পথ,
উড়ে যায় কবিতা সোয়ালে পাখির ডানায়,
চমকে উঠে ধরতে গেলাম, অমনি শূণ্য, শূণ্য চারবেলা
সংকোচময় বেদনা লহরের বিলাপ।